Thursday, August 10, 2017

পুরুষ

পুরুষ
........... ঋষি
===================================================
প্রেমিক
.
পথ চলতে দাঁড়িয়ে পথে পাশে কিংবা থামে হেলান দিয়ে
তোমার চলার পথ ক্রমাগত অনুসরণ।
একটু তুমি হাসলেই ,কিংবা ধরো তোমার খোলা চুলের কিছুটা হাওয়ায় উড়লেই
ধড়াস ধড়াস বুকের ভিতর।
তোমার এত টুকু চেয়ে দেখাতে ,কিংবা কথা বলাতে
হকচকিয়ে বলা না ,না কিছু না ,,এই আর কি
বুঝে নিও তোমার প্রেমিক।
.
স্বামী
.
জীবন ভোর সেই এক মুখ সকাল সন্ধ্যে
তোমাকে ভালো বাসে তো ,কিংবা না বাসে সেগুলো গোলমেলে।
কিন্তু রাতের অন্ধকারে সে যেন কোনো প্রেমিক পুরুষ
মাতাল যতক্ষণ ,তারপর ঠান্ডা।
এক কাহিনী ,এক রুটিন ,সংসার ,সন্তান ,অধিকার
তারপর একটু ফ্যাঁকা
বুঝে পাই না জীবন কি শুধু  গ্যাস বেলুন না কি মাটির ঢেলা।
.
বার পুরুষ
.
সে এক গল্প রাস্তায় যেতে চোখ পিছলে পরা
প্রেমিকের মতো অনুসরণ ,এগিয়ে গিয়ে কথা বলা
একটু মেয়ে ঘেঁষা আর কি
সুবিধা বেশ যেচে কিছু কাজ করে দেয় ,বদলে সুড়সুড়ি
সেই প্রথম প্রেমিকের মতো
বেশ লাগে ভাবতে কিন্তু তারপর হঠাৎ
সেই সামাজিক
.
কি ভাবছো কোন পুরুষের কথা ,প্রথম প্রেম যাকে তুমি ল্যাং মেরে বাবার ছেলেকে বিয়ে করলে,যে এখন এন আর আই। কিংবা সেই বুড়োটার কথা যে তোমার মাথায় হাত রেখে বলেছিলো ভালো থেকো ,সুখী হও মা। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...