Saturday, August 12, 2017

বৃষ্টির কবিতা

বৃষ্টির কবিতা
.............. ঋষি
===========================================
ভেজা ঠোঁট
কোনো নহবতে বেজে ওঠা সময়ের ভাবনা।
নিজের ভিতর আজ বৃষ্টি পড়ছে তোকে ছুঁয়ে
আজ শুধু কবিতায় তোর স্পর্শ।
সে যেন আমার হৃদয়ের কার্নিশ বেয়ে গড়িয়ে নামা জল
টুপ্ করে।
.
তোর নাভির গন্ধ
তোর হরিণী চোখে আজ ছটফট করছে কাছে পাওয়া।
কি খুঁজছিস তুই ?
নিজের মনে একলা হাসিতে কি ভাবছিস।
জীবন সে যে গড়িয়ে নামা  চোখে জল
আর স্বপ্ন সে যে এই বৃষ্টির মতো ক্রমাগত বাঁচতে চাওয়া।
.
কোনো অলীক লিখন যদি থাকে
দূরে থেকে কাছে আসার এক যন্ত্রনা যদি থাকে।
যদি থাকে বৃষ্টি দিনে এই একলা তোকে
তবে ঠিক পেয়েই  যাবো।
তোর চকোলেট ঠোঁটে পাগলের মতো একটা চুমু খাবো
তারপর সময় শুধু না হয় ভাবনার মৃতদেহ।
.
ভেজা ঠোঁট
ভিজে যাওয়া সময়ে পাগলামিতে আজ বৃষ্টির নোনতা জল।
গড়িয়ে নামছে নিজের ভিতর অনবরত মুহূর্তরা
আজ শুধু কোনো পবিত্র প্রেম যেন ঈশ্বরের তৃষ্ণায়।
মন্দিরে ,মসজিদে যেন কোনো প্রার্থনা বৃষ্টি রুপি
চুপি চুপি আমাকে তোকে ভাবাচ্ছে।

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...