হিমযুগ
................. ঋষি
=================================================
মেঘগুলো একলা রেখেছে সবুজ মেয়েটাকে
বৃষ্টির প্রতীক্ষা।
সময়ের একহাতে আবছা হয়ে ধরা উঁচু পর্বত ,অন্য হাতে ক্ষারযুক্ত নদী
আর মাঝখানে মরুভূমিতে গ্রীষ্মের ভূমিকা।
পারদ বারা কমা নাটক নির্ভর জীবনের আঁকিবুঁকি
মেয়েটা শুধু স্বপ্ন দেখে বাঁচবার।
দূরত্বের মাইলফলকে একের পর শহর
ট্রেন রাস্তার ইস্পাতের ফলকগুলো ইচ্ছেমতো দিক বদলায় বারংবার।
রংপিচকারিতে নীল রং ভরা আকাশে
হঠাৎ কালো হয়ে যায়।
বেরিয়ে আসে মুখভার করা সেই সবুজ মেয়ের গল্পটা
যার একপাড়ে সুমেরু ,কুমেরু বরফের জীবন।
ভয়াবহ শীত হাতমোজা,তুপি ,জ্যাকেট পরে
রেইন ফরেস্টে।
প্রশ্ন করেছিলুম কি রে সবুজ মেয়ে তুই একলা কেন
সে আকাশের দিকে আঙ্গুল দেখিয়ে বলেছিল বৃষ্টি আসছে না গো।
অথচ আমি ভিজছি
কিন্তু জীবন সে মরু সাহারায় একলা থাকা ওয়েসিস।
মেঘ গুলো একলা রেখেছে সবুজ মেয়েটাকে
বৃষ্টির প্রতীক্ষা।
আমার গৃহস্থের সংসারে আমি নিজেকে মেয়েটার মতো ডিপফ্রীজে রেখেছি
কারণ বৃষ্টি আসে নি এখনো।
শুধু মনে মনে কখন যেন সেই সবুজ মেয়েটা মতো আমিও
হিমযুগে বরফ গলবার স্বপ্ন দেখছি।
................. ঋষি
=================================================
মেঘগুলো একলা রেখেছে সবুজ মেয়েটাকে
বৃষ্টির প্রতীক্ষা।
সময়ের একহাতে আবছা হয়ে ধরা উঁচু পর্বত ,অন্য হাতে ক্ষারযুক্ত নদী
আর মাঝখানে মরুভূমিতে গ্রীষ্মের ভূমিকা।
পারদ বারা কমা নাটক নির্ভর জীবনের আঁকিবুঁকি
মেয়েটা শুধু স্বপ্ন দেখে বাঁচবার।
দূরত্বের মাইলফলকে একের পর শহর
ট্রেন রাস্তার ইস্পাতের ফলকগুলো ইচ্ছেমতো দিক বদলায় বারংবার।
রংপিচকারিতে নীল রং ভরা আকাশে
হঠাৎ কালো হয়ে যায়।
বেরিয়ে আসে মুখভার করা সেই সবুজ মেয়ের গল্পটা
যার একপাড়ে সুমেরু ,কুমেরু বরফের জীবন।
ভয়াবহ শীত হাতমোজা,তুপি ,জ্যাকেট পরে
রেইন ফরেস্টে।
প্রশ্ন করেছিলুম কি রে সবুজ মেয়ে তুই একলা কেন
সে আকাশের দিকে আঙ্গুল দেখিয়ে বলেছিল বৃষ্টি আসছে না গো।
অথচ আমি ভিজছি
কিন্তু জীবন সে মরু সাহারায় একলা থাকা ওয়েসিস।
মেঘ গুলো একলা রেখেছে সবুজ মেয়েটাকে
বৃষ্টির প্রতীক্ষা।
আমার গৃহস্থের সংসারে আমি নিজেকে মেয়েটার মতো ডিপফ্রীজে রেখেছি
কারণ বৃষ্টি আসে নি এখনো।
শুধু মনে মনে কখন যেন সেই সবুজ মেয়েটা মতো আমিও
হিমযুগে বরফ গলবার স্বপ্ন দেখছি।
No comments:
Post a Comment