Sunday, August 20, 2017

তিনকাহন

তিনকাহন
.... ঋষি
==============================================
জীবন
.
একটা পাহাড়ি নদী ক্রমাগত দিক বদলায়
বেঁচে থাকার প্রচেষ্টায় উঁচু ,নিচু সময় সময় পেরিয়ে মোহনায়।
কি আছে জীবনে  ?
অনেকটা চলার পর ,হয়তো ক্লান্তি,কিংবা আনন্দে।
ফুরিয়ে চলা কোনো বাঁচা
নিরন্তর নদী পথে।

.
সম্পর্ক
.
নিরন্তর মেঘ ,ছায়া আর বৃষ্টি
সম্পর্ক কোনো প্রাচীন শেওলায় বাঁচিয়ে রাখা যোগাযোগ।
আর পরিচয়
সে তো নিতান্ত সামাজিক কোনো নথিতে নিয়মবদ্ধ শৃঙ্গার।
সবটাই সামাজিক
যেমন জীবনের মৃত অধ্যায়গুলো  জীবিত রাখার প্রচেষ্টা।
.
বাঁচা
.
সব ফুরিয়ে অনেকটা আগুন মানুষের বুকে
পুড়িয়ে চলা স্থান ,কাল ,পাত্রে অহরহ যুদ্ধের বেশ।
যুদ্ধ চলছে
ক্ষনিকের শান্তি সে যেন মানুষের প্রবল মুখোশের অট্টহাসি।
আর বাকিটুকু
শুধু নিয়মমাফিক স্থান ,কাল,পাত্র।



No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...