Monday, August 28, 2017

অদৃশ্য হাতছানি

অদৃশ্য হাতছানি
............ ঋষি
=============================================
নিজের চামড়ায় লেগে থাকা বাঁচার লোভ
তুই বুঝিস চলন্তিকা।
আকাশি রঙের শতাব্দীর পারে ভাবনার দেশ
তুই জানিস চলন্তিকা।
ঠিক কতটা কাছে থাকলে
আমার চারিপাশে তোর মাতাল করা গন্ধ।

অবশেষে সব কিছু চলে যাবে  ভার্জিনেল আলাপে
অ্যাতো নাগরিক অবসাদের  ফাঁকে চলন্তিকা তোর হৃদয়ে মরণ রোগ
ভালোবাসা।
তন্দ্রা চোখে লেগে থাকা স্বপ্নের ঘর
তোর দু চোখে মধুর ডি এন এ ,,সব ব্রাত্য যখন
তখন কোনো পরমাণু সম্ভাবনা তোকে স্পর্শ করবে না।
 অনায়াসে বসে কোনো পুরুষ তোকে ছুঁতে পাবে না
ছুঁয়ে পাবে না পূর্ণিমার চাঁদ বাসি অন্ধকার রাতে
শুধু স্বপ্নে পালকে ভালোবাসা কেঁদে মরবে।
আগামী কোনো শতাব্দীর নতুন সকালে
তুই একলা দাঁড়িয়ে ভাববি
আমার মতো নাগরিক জীবনের অভিমান।

নিজের গভীরে লেগে থাকা অস্তিত্বের জ্বলন
তুই বুঝিস চলন্তিকা
আকাশে ওপারে যে স্বপ্নের দেশে নিরুদ্দেশে পথ চলা
তুই জানিস চলন্তিকা
ঠিক কতটা পাশে থাকলে
আমার ছায়ার মতো তুই কোনো অদৃশ্য হাতছানি। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...