Thursday, August 10, 2017

একটি ছেলের চার নারী

একটি ছেলের চার নারী
..... ঋষি
=============================================

প্রথম নারী
.
আসলে মা তুমি প্রথম হলে
স্ন্হের দরজা খুলে তুমি প্রথম আলো আর আলো
আর তারপর ক্রমশ প্রকাশ।
.
দ্বিতীয় নারী
.
প্রথম দেখা যেন সিনেমার সিকোয়েন্স
যাকে দেখে শারুখ খান বলেছিল কুছ কুছ হোতা হ্যা।
তারপর কফিশপে  শেক্সপিয়ার ,সুনীল ,শক্তি
সিগারেটের ধোঁয়া।
কিংবা নচিকেতার সেই গানের কলি
অন্তবিহীন পথ চলায় জীবন শুধু জীবনের কথা বলাই জীবন।
রোমহর্ষক সেই প্রথম চুমু
যাকে বলা তোমাকে ছাড়া বাঁচবো না আর
তারপর সব ফুরিয়ে হঠাৎ হারিয়ে যাওয়া।
.
তৃতীয় নারী
.
আঙুলের অধিকারে খুলে যাওয়া অন্তর্বাস প্রিয়
আজ মধু যাপনে শুধু অনেকখানি কাছে থাকা একসাথে বাঁচার পণ
তারপর যার সাথে একটা জীবন ছোট মনে হয়।
..
চতুর্থ নারী
.
আবছা অবয়বে ঘোরে ফেরে মনের ফাঁকে খোলা আকাশ
যেখানে সমস্ত অধিকারের পথ হারায়।
নিজেকে মনে হয় ঠিক আকাশ থেকে নেমে আসা পাখি পালক
এত হালকা আমি তোমার সাথে।
ব্যস্ততা মাখা জীবনে কল্পনায় ঘেরা সেই সময়
শুধু চোখে মুখে বেঁচে থাকার প্রতীক্ষা তোমার জন্য।
বৃষ্টিতে একলা দাঁড়িয়ে গড়িয়ে নামা জল
স্পর্শ করো আমায়
সমস্ত অস্তিত্বের পরে যদি কিছু একলা বাঁচা থাকে।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...