Sunday, August 20, 2017

পাখিদের গল্প

পাখিদের গল্প
............ ঋষি
==============================================

উত্তপ্ত লাভা
গড়িয়ে নামছে শহরের বুকে অচেনা ছন্দে।
গ্রিন হাউস এফেক্ট
কয়েকটা লাইন এঁকে বেঁকে নিরলস সংগ্রাম জীবনচিত চাহিদা।
শরতের পাগলাগারদে উৎসবমুখর প্রখরতা
সময় বলছে  ভুলে থাকার মানুষের ভালো থাকা।

একেকটা খুপরি ঘর
পাখির না বলা বুঝতে পারাগুলো কখন যেন ঝগড়া হয়ে যায় ডার্করুমে।
প্রত্যেকটা পাখির আলাদা আলাদা  চাওয়া
হাতের পাঁচটা আঙ্গুল না মেলার মতো প্রবণতায় ক্রমশ দূরে সরে যায়।
একেকটা না বোঝা দেওয়াল
কখন যেন নিজের আয়নায় অচেনা সম্পর্কের ডার্করুমে হাতড়ানো।
আবছা বুঝতে পৰ জ্বালাগুলো
না বুঝতে চাওয়া পাখিদের সকালের কোলাহলে ঘুম ভেঙে যায়
অনেকরাতে ঘুমোতে চাওয়া দম্পতি।
সবসময় ঠোঁটে ঠোঁট ঘষে না পাখিদের মতো
বরং বুকের মাংস খামচে রক্তের গড়িয়ে নামা হয়ে যায় মুরগির মাংসের দোকানে।
হালফিলে মুলাকাত হওয়া রক্তস্রোত গুলো কখন যেন লাভা
বুক পোড়ায় কিন্তু মুখ ফুটে না।

উত্তপ্ত লাভা
গড়িয়ে নামা প্লাস্টিক স্মাইলের দুঃখ মোচন।
পাথরের ভিতর থেকে অহল্যা চিৎকার করে
কিন্তু ঘর হারানো পাখির দল বাসার খোঁজে মন বদলায়।
ঠিকানা একই থাকে
কিন্তু পাখিদের ভিড়ে ,তাদের গল্পগুলো আলাদা।

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...