মিসেস পরকীয়া (৫)
.... ঋষি
===============================================
সিঁড়ির ধাপের কাছে আটকে আছে তটরেখা
সেখানে সীমান্ত আসবে বলে অপেক্ষায়।
মিসেস পরকীয়া কোনো হেমন্তের বাণীগুলো শেওলা মাখা অভিসার
সহমরণে প্রেম বাঁচছে মিথ্যা আশ্রয়ে।
কি বললেন সিঁড়ির ধাপ বেয়ে ওপরে যাবেন
মাথার ওপর খোলা আকাশ যদি পাওয়া যায়।
খুব কষ্ট হয়
তোর ফোন না পেলে ,আজ ফোন করবি বলিছিলি।
হাসি পেলো মিসেস পরকীয়া
চামড়ার আস্তরণে একের পর এক ঝুলতে থাকা বুক
মধ্যবয়স্ক যোনিতে সুড়সুড়ি।
মিসেস পরকীয়া এই প্রেম শব্দের কোনো শেষ নেই
আপনার সিঁড়ির ধাপে আটকে থাকা সমুদ্রে ডুবে মড়াকে প্রেম বলে
বুকের কাছে আটকানো না বলা যন্ত্রণাগুলো প্রেম বলে।
অনুভূতিতে শরীরে প্রেম মাড়িয়ে হেঁটে চলা
মিসেস পরকীয়া সকালের দৃশ্যগুলো অন্ধকারের আড়ালে
বিবাহ বহির্ভূত কাটা ছেঁড়া
সময়ের মতো ঢুকে যাচ্ছে হাফ ছুটির পর সাজানো চুক্তিতে
মিসেস পরকীয়া প্রেম এমন হয় না।
সিঁড়ির ধাপের কাছে আটকে আছে তটরেখা
সামনে বিশাল সমুদ্রে নোনতা ভিজে যৌন স্বাদ।
ড্রাইভ মারবেন নাকি ,কিংবা ডুব সাঁতারে ঘেমে নিয়ে অস্থির
ইশ আর তো নেশা বলে কিছু নেই ,সবটাই যান্ত্রিক।
কি বললেন সিঁড়ির ধাপ বেয়ে ওপরে যাবেন
কিন্তু আকাশ বদলাবেন বারংবার।
.... ঋষি
===============================================
সিঁড়ির ধাপের কাছে আটকে আছে তটরেখা
সেখানে সীমান্ত আসবে বলে অপেক্ষায়।
মিসেস পরকীয়া কোনো হেমন্তের বাণীগুলো শেওলা মাখা অভিসার
সহমরণে প্রেম বাঁচছে মিথ্যা আশ্রয়ে।
কি বললেন সিঁড়ির ধাপ বেয়ে ওপরে যাবেন
মাথার ওপর খোলা আকাশ যদি পাওয়া যায়।
খুব কষ্ট হয়
তোর ফোন না পেলে ,আজ ফোন করবি বলিছিলি।
হাসি পেলো মিসেস পরকীয়া
চামড়ার আস্তরণে একের পর এক ঝুলতে থাকা বুক
মধ্যবয়স্ক যোনিতে সুড়সুড়ি।
মিসেস পরকীয়া এই প্রেম শব্দের কোনো শেষ নেই
আপনার সিঁড়ির ধাপে আটকে থাকা সমুদ্রে ডুবে মড়াকে প্রেম বলে
বুকের কাছে আটকানো না বলা যন্ত্রণাগুলো প্রেম বলে।
অনুভূতিতে শরীরে প্রেম মাড়িয়ে হেঁটে চলা
মিসেস পরকীয়া সকালের দৃশ্যগুলো অন্ধকারের আড়ালে
বিবাহ বহির্ভূত কাটা ছেঁড়া
সময়ের মতো ঢুকে যাচ্ছে হাফ ছুটির পর সাজানো চুক্তিতে
মিসেস পরকীয়া প্রেম এমন হয় না।
সিঁড়ির ধাপের কাছে আটকে আছে তটরেখা
সামনে বিশাল সমুদ্রে নোনতা ভিজে যৌন স্বাদ।
ড্রাইভ মারবেন নাকি ,কিংবা ডুব সাঁতারে ঘেমে নিয়ে অস্থির
ইশ আর তো নেশা বলে কিছু নেই ,সবটাই যান্ত্রিক।
কি বললেন সিঁড়ির ধাপ বেয়ে ওপরে যাবেন
কিন্তু আকাশ বদলাবেন বারংবার।
No comments:
Post a Comment