আকাশ বৃষ্টি
.................... ঋষি
====================================================
চলন্তিকা এই অন্ধকার শহর তুমি দেখলে
আজ বলতে সময় নাকি শুধু অন্তরের বৃষ্টি আর দুর্যোগের দিন।
আকাশ থেকে বৃষ্টি নেমে ভিজিয়ে যায় সময়কে
মানুষকে প্রশ্ন করে না আকাশ ,জানতে চাই না মানুষের ইচ্ছা।
সে বন্যা হয়ে যাক ,হয়ে যাক মহামারী
বৃষ্টি সে কারোর তোয়াক্কা না করে হঠাৎ ভিজিয়ে যায় সময়।
কেবলমাত্র মানুষ বৃষ্টিতে একা নয়
একা একটা অঞ্চল ,একটা শহর ক্রমাগত বৃষ্টি ভেজা রূপকথার মতো প্রথাগত।
মানুষ অনর্থক কষ্টকে ধরে রাখতে জানে;
তুমি আমি মানুষ বলে আমরাও বয়ে চলেছি কষ্টকে প্রয়োজনীয় কোনো নিয়মের মতো।
আর আমরণ কষ্টের বোবা আর্তনাদ শুনে চলেছি একা
শুধু বৃষ্টির রিনিঝিনি শব্দের মতো।
এই অভিশপ্ত গ্রহে আকাশ এক জাদুকর যে নির্বিকার সময়ের মতো
ক্রমাগত এত বিশাল।
আর বৃষ্টি সে যেন তোমার মতো আমার কোনো প্রেয়সী
যে শুধু ভিজিয়ে চলে সময়।
ঠিক আমারি কষ্টের কবিতা বৃষ্টি হয়ে যেমন সাদা পাতায়
হঠাৎ লাল হয়ে যায়।
চলন্তিকা এই অন্ধকার শহর তুমি দেখলে
আজ বলতে ধুস রাবিশ যত তোর মন লুকোনো কবিতা।
কিন্তু আকাশ থেকে যে বৃষ্টি নামে সেটা যে সত্যি
যেমন সত্যি মানুষ সেই বৃষ্টিতে একলা ভেজে নিজের সাথে।
কিন্তু আমারও আজকাল তোর মতো বৃষ্টি ভালো লাগে না
বৃষ্টি এলে তবু কেন উতলা শহর বৃষ্টিতে ভিজতে চায় ,জানি না।
.................... ঋষি
====================================================
চলন্তিকা এই অন্ধকার শহর তুমি দেখলে
আজ বলতে সময় নাকি শুধু অন্তরের বৃষ্টি আর দুর্যোগের দিন।
আকাশ থেকে বৃষ্টি নেমে ভিজিয়ে যায় সময়কে
মানুষকে প্রশ্ন করে না আকাশ ,জানতে চাই না মানুষের ইচ্ছা।
সে বন্যা হয়ে যাক ,হয়ে যাক মহামারী
বৃষ্টি সে কারোর তোয়াক্কা না করে হঠাৎ ভিজিয়ে যায় সময়।
কেবলমাত্র মানুষ বৃষ্টিতে একা নয়
একা একটা অঞ্চল ,একটা শহর ক্রমাগত বৃষ্টি ভেজা রূপকথার মতো প্রথাগত।
মানুষ অনর্থক কষ্টকে ধরে রাখতে জানে;
তুমি আমি মানুষ বলে আমরাও বয়ে চলেছি কষ্টকে প্রয়োজনীয় কোনো নিয়মের মতো।
আর আমরণ কষ্টের বোবা আর্তনাদ শুনে চলেছি একা
শুধু বৃষ্টির রিনিঝিনি শব্দের মতো।
এই অভিশপ্ত গ্রহে আকাশ এক জাদুকর যে নির্বিকার সময়ের মতো
ক্রমাগত এত বিশাল।
আর বৃষ্টি সে যেন তোমার মতো আমার কোনো প্রেয়সী
যে শুধু ভিজিয়ে চলে সময়।
ঠিক আমারি কষ্টের কবিতা বৃষ্টি হয়ে যেমন সাদা পাতায়
হঠাৎ লাল হয়ে যায়।
চলন্তিকা এই অন্ধকার শহর তুমি দেখলে
আজ বলতে ধুস রাবিশ যত তোর মন লুকোনো কবিতা।
কিন্তু আকাশ থেকে যে বৃষ্টি নামে সেটা যে সত্যি
যেমন সত্যি মানুষ সেই বৃষ্টিতে একলা ভেজে নিজের সাথে।
কিন্তু আমারও আজকাল তোর মতো বৃষ্টি ভালো লাগে না
বৃষ্টি এলে তবু কেন উতলা শহর বৃষ্টিতে ভিজতে চায় ,জানি না।
No comments:
Post a Comment