Friday, December 13, 2019

সুপ্রভাত

সুপ্রভাত
.... ঋষি

শীত করছে আমার শহরে
সকালের নদীর মতো রাস্তা কুয়াশায় ঢাকা।
কুয়াশায় ঢাকা রাষ্ট্র
সমস্ত সমান্তরাল সময়ের শীতের ডাক ,
ভালোবাসা ঘুমিয়ে আছে প্রাচীন কফিনে পেরেকের জং এ
নীরবতা ছাড়া এই সময় কি আছে চাওয়ার।

কম্পিউটাৰ ডেস্কটপে স্যান্টা নিয়মমাফিক শৈশবের মোজা নিয়ে হাজির
পুরোনো মোজাটা আজ ও যত্নে রেখেছে চলন্তিকা
তবু তার সময়ের গোঁড়ালিতে ফাটা দাগ।
হাঁটছে সময় পাল্লা দিয়ে রাষ্ট্রের দিনবদলের গানে
একটা ষড়যন্ত শুরু মানুষের সভ্যতায়
মানুষ মারার কল
মানুষ একলা থাকার চল 
সুপ্রভাত নতুন বছর,শুভেচ্ছা নতুন সময় ।


শীত করছে আমার শহরে
শীতের গন্ধে কমলালেবু ,শীতের গন্ধে ফুলকপি ,টমেটো লাল ,
চলন্তিকার একলা দাঁড়িয়ে রাস্তায়
পুরোনো জানলা ,
আজও আকাশের দিকে বাড়ানো হাত।
দূরে শৈশব জড়িয়ে ক্রমশ নামছে খেলনা পাহাড়ি ট্রেন
খেলনা  এক সময়ে দাঁড়িয়ে আমরা
কেউ কোত্থাও নেই
অথচ
আমার এই কবিতা কুয়াশায়
২০২০ আর আমি।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...