Thursday, December 19, 2019

পদবী

পদবী
... ঋষি

অদ্ভুত প্রলেপ
অদ্ভুত থার্মোমিটার পুরুষের ,
মাথায় হাত রেখে যে অবহেলে বলতে পারে ভালোবাসি
বিয়ের আগেরদিন অবধি যে খুব সহজে বলতে পারে আমি মরতে পারি। 
যে বিয়ের মন্ত্রে ভাগ করে নেয় নারীকে অর্ধেক জীবন
আমি সেই সমাজ থেকে বলছি।

প্লিস একবার ভাববেন
কোনটা সত্যি ?
কি সত্যি ?
এই সমাজে নারী নামক জীবটি ঠিক কোন পদবীতে বাস করে।
এগুলো তিরস্কার না
ম্যাডাম আপনাদের যন্ত্রণাগুলো শুধু আপনাদের নিজেদের। 
ভাবুন তো
আপনার সন্তান জন্ম দেওয়ার দিন
বিয়ের পর  যেদিন শেষ বারের মতো আপনি ছেড়ে এলেন মায়ের ঘর।

এটা অবস্থানের প্রশ্ন নয়
প্রশ্ন আপনার নারীত্বের ?
এই যে আপনি সুখী সুখী মুখে সংসার করছেন
এই যে আপনি গুছিয়ে নিয়ে সংসারের রান্নাঘর থেকে বিছানা ম্যানেজ করছেন
কে আপনি ?
এই যে আপনাকে বলছি ,আপনি চাকুরীরত
আপনাকে সংসার ,সন্তান ,কর্মস্থল সব একসাথে সামলাতে হয়
কে আপনি ?
এই যে আপনাকে বলছি আজ বিয়ের চল্লিশ বছর পর
যখন  আপনি আয়নার দিকে তাকান তখন কি মনে হয়  ?
কেন মনে হয় ?
কি আপনার পদবী ?

অদ্ভুত সমাজ
অদ্ভুত সামাজিক দৃষ্টি অর্থাৎ আমাদের।
আমরা সেই সেই রাত্রি করে অফিসফেরত মহিলাকে বলি চরিত্রহীন,
আমরা সেই সংসারী মহিলাকে চুন থেকে পান খসলে বলি অলক্ষ্মী ,
আমরা সেই বহুদিন ধরে সন্তানহীন মহিলাকে বলি বাজা
আমরা সেই মৃত সন্তানের মাকে বলি রাক্ষসী।
অথচ দিনের পর দিন সেই চরিত্রহীন , অলক্ষ্মী ,বাজা ,রাক্ষসীর
বুকে মাথা রাখি
প্রয়োজনে নগ্ন করি
ইচ্ছেমতো ব্যবহার করি
আর সাথে জুড়ে দি সামাজিক পদবী।

পুনশ্চ  কি ভাবছেন আপনার ব্যবহার। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...