Friday, December 27, 2019

কবিতায় সাত দফা

কবিতায় সাত দফা
.... ঋষি

কবিতা লিখবো বলে গিলে ফেলেছি সময় ,মানচিত্র ,মানুষ
এখন শুধু রক্তবমি
কবিতায় সময়।

আমি নক্ষত্র পরিবারের সদস্য তাই আমার তারা খসা সত্যি
মেঘলা আকাশে সাময়িক বৃষ্টি
সময়ের বৃষ্টি চিরকাল।

বরফ গলছে মেরুতে ,নর্থ  আফ্ৰিকান জঙ্গলে দাবানল হঠাৎ
খবর পুড়ছে কম ,পুড়ছে রক্তের গন্ধ
যা নিমতলার শ্মশানে দৈনন্দিন।

নারী খুললেই কেন যেন নদী চলে আসে জলপ্রপাত জড়িয়ে
দশমিক পদ্ধতিতে একাধিক উপপাদ্য
সঙ্গম ,নাকের উপর ঘাম ,লিপস্টিক ,ঝগড়া।

পুরুষ সমাজের ভিটেমাটি  তবু  আশ্রয় খুঁজছে মেয়েছেলে
শাড়ি খুলছে ,পুরুষ দাঁড়াচ্ছে
ধীরে ধীরে পুরুষ ডুবে যাচ্ছে অনিয়মিত মেরুদণ্ডে।

রাষ্ট্র সে যে আকাশের গায়ে চাঁদ ,চাঁদের গায়ে কলঙ্ক
রাজনীতি শুয়ে বেহায়ার বালিশে
সত্যি বললেই গর্দান যাবে।

কবিতা লিখছি সে তো অনেকেই লেখে রাজকাহনে
আমি লিখছি যন্ত্রনা
মানুষ জুড়ে মানুষের ভিড়ে। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...