Sunday, December 8, 2019

ভালো থাকা ,খারাপ থাকা

ভালো থাকা ,খারাপ থাকা
.... ঋষি

আসলে এই পৃথিবীতে শেষ বলে কিছু হয় না
ধরো তোমার প্রেমিক তোমাকে হঠাৎ না বলে উধাও ,
তুমি কি করবে ?
খাওয়াদাওয়া ছেড়ে দিয়ে কান্নাকাটি ,অনেকটা না পাওয়া যন্ত্রনা ,
শেষে ভাববে প্রেম তোমার যোগ্য নয়
চলো পাথর হয়ে যাই।
কিংবা চলো ধ্বংস করি সেই প্রেমিককে
কিংবা নিজেকে।
অথচ সেই তুমি আজ বিশ  বছর বাবা মার্ দেখা পাত্রের সাথে সুখে ঘর করছো
বছরে দুবার বিদেশে যাচ্ছো ,ফ্যামিলি প্ল্যানিং করছো
বরকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছ।

যে ছেলেটা নিজের প্রেমিকার নাম নিজের বুকে খোদাই করে লেখে
বাস্তবে দেখা যায় সেই ছেলে বিয়ের আগে ট্যাটু রিমুভিংয়ের হিসেব কষে।
আদতে সে ভালোই থাকে
আসলে এই পৃথিবীর কিছু ছেঁড়া যায় না নিজের কারণে
সবটাই ভাবনায়।
ভাবনা গুলোকে হত্যা করতে পারলে তুমি ভগবান
না হলে তুমিই সেই মূর্তিমান শয়তান
যে আত্মহত্যা করবে।

আসলে কি আমরা সকলে ভালো থাকার চেষ্টা করি মাত্র
ভালো থাকার জন্য যা যা প্রয়োজন সব করি
আর অদ্ভুত ভালোবাসলে তো আমরা নিজেকেই ভুলে যাই।
তাই কষ্ট হয়
ভালো থাকতে অভ্যস্ত মানুষ
না ভালো থাকায় অনভ্যস্ত।
বুকের পাথর ভাঙে ,ভেঙে পরে আকাশের চাঁদ
যুদ্ধ শুধু নিজের ভিতর
বাঁচার চেষ্টায়।
আসলে কারোর জন্য কিছু এসে যায় না কারোর
আমরা সকলে ভালো থাকতে চাই নিজের মতো করে
আর তারজন্য আমাদের কারণের দরকার
আর দরকার দায়িত্বের।
খারাপ থাকলে  ভালো করা যায় না
আর ভালো থাকলে খারাপ শুধু অভিধানে থাকে
আক্রমণের অপেক্ষায়।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...