Thursday, December 26, 2019

এক মুঠো আকাশ


এক মুঠো আকাশ
... ঋষি

হঠাৎ সব সরে যায়
খুব চেষ্টা করে জাহির করতে হয় উপস্থিতি অন্ধকারে।
অন্ধকারে পথ চলা
আচমকা পৃথিবী থেকে সত্য হারিয়ে মিথ্যে জাহির হয় ,
জাহির হয় মানুষের বুকে
ভয় করো ,না হলে মরো।
.
পৃথিবীর সমস্ত জলপ্রপাত থেকে হঠাৎ যদি জল সরে যায়
হঠাৎ করে যদি রামকিঙ্কর বেজের হাতের হাতুড়ি ,ছেনি কেড়ে নেওয়া হয়
হঠাৎ যদি পৃথিবী থেকে রেনেসাঁস সরে যায়
কোথায় দাঁড়াতাম আমরা।
এই প্রশ্নগুলো করা ভুল
মানুষ বাঁচতে চায়
তাই সহজে অন্ধকারে হারায় ,করে সন্ধি
আসলে মানুষ অন্ধকারের নজরবন্দী।
.
মানুষ ভয় করে
মানুষ ভয় করে কারণ মানুষ বাঁচতে চায়।
মানুষের বাঁচার খোঁজ ,মানুষের হাসির খোঁজ
খোঁজ এক মুঠো আকাশের
তাই মানুষ সন্ধি করে অন্ধকারে
তাই বন্দী অন্ধকূপে।
তবু সময়ের পাঁজরে রক্ত ,মানুষের হৃদয়ে ক্ষত
সেখানে জমছে পুঁজ
বঞ্চিত হওয়ার  যন্ত্রনা
একা হওয়ার যন্ত্রনা 
মানুষ চিৎকার করতে চায় তাই ,বলতে চাই সত্যিগুলো। 
ভালো করে দেখলে তোমরাও চিনতে পারবে
মানুষের মুখোশগুলো
ভালো থাকার। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...