Tuesday, December 3, 2019

প্লিজ এইবার একটু বাঁচতে চাই


প্লিজ এইবার একটু বাঁচতে চাই
... ঋষি

ঢিসকাউ ঢিসকাউ
দুটো বুলেট দুজনের বুকে,
দুটো জীবিত ইচ্ছা তাকিয়ে  আছে  একে ওপরের দিকে
প্রেম
ঈশ্বর
সবটাই প্রারম্ভিক।

আমি ফিরে যাই ১৯৭০
উত্তমকুমার লিপে সেই গান "দেখুক পাড়া পড়শিতে
কেমন মাছ গেঁথেছি বড়শিতে।
সবটাই সিনেমাগ্রাফি
সবটাই কাল্পনিক কোনো ইচ্ছার শহরে হঠাৎ ওঠা লহরে ঢেউ।
তোমার বাড়ির বারান্দা দিয়ে আকাশ দেখা যায়
কিন্তু ছোঁয়া  .....

বিবর্ণতা
ব্যস্ত সময়ের দরবারে কিছু হৃদয়ের অসুখ।
অনেকটা না পাওয়া ,অনেকটা না ছোঁয়া আর অনেকটা বাঁচতে চাওয়া
এগুলো একসাথে কয়েকশো ছোট ছোট বাক্স পেঁটরা
মানুষে বইছে
মানুষের যন্ত্রণার শব যিশুখ্রিস্টের মুকুটে,
দিন আনি দিন খাওয়া ক্লান্ত মানুষ ।
ক্লান্ত আমিও
তাই তোমাকে দরকার ,
স্বপ্নের মতো ঈশ্বরের পিস্তলের বারুদে আরেকটু গভীর ক্ষত
প্রেম।
আহত দুটো শরীর ,সময়ের যন্ত্রনা
আর হৃদয়
সে তো বারুদের গন্ধ। 
আর যন্ত্রনা নয় ,আর কোনো হাহাকার নয় ব্যস্ত নাটকে 
প্লিজ এইবার একটু বাঁচতে চাই
বাঁচার ইচ্ছায় ।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...