Wednesday, December 4, 2019

অসম্পূর্ণ


অসম্পূর্ণ
.... ঋষি

অসম্পূর্ণ শব্দের সাথে সন্ধি
আজ দরজাটা আধখোলা থাকে ,জানলার পর্দা তোলা
আর তো কিছু লুকোনোর নেই
যে সময় জুড়ে আমার সমস্ত বেঁচে থাকা
তা আজ দখল করেছে সময়
শুধু রাতের পাহারাদার আজও ডেকে যায় সারারাত
জাগতে রহো।
.
অনুযোগ নেই কিছু
অসম্পূর্ণ রাত্রি অনুযোগ করে নি কখনো নেশার শরীরে
শুধু শরীর আঁকড়ে বেঁচে থাকতে হবে
ভাবিনি কখনো `
অবহেলায় অসময়  পুকুরের জল থেকে তুলে আনা গেঁড়িগুগলি
আমি খেয়ে দেখিনি কখনো।
.
জীবানন্দ অসম্পূর্ণ থেকে গেছে
লোকটা আকাশের চাঁদ লিখতে লিখতে মরে পচে গেছে ,
তবুও প্রতি বইমেলায় কবি বিক্রি হয়
জীবনের মতো কবিতা আজও অসম্পূর্ণ রয়ে গেছে।
অসুম্পূর্ণতা কি হৃদয়ের ভিতর গভীর ছেদ
যেখানে রক্তক্ষরণ।
জীবানন্দ দেখা করেন নি আমার সাথে কোনোদিন
তবু আমি
পাগল হয়ে জীবন খুঁজি
খুঁজি কবিতা
আকাশ লিখবো বলে। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...