Sunday, January 12, 2020

মধ্যবত্তি বালাৎকার



মধ্যবত্তি বালাৎকার
.... ঋষি

আমরা যারা শুনছি আর বলছি
দুজনেই ভদ্রলোক।
বৌকে পিটিয়ে অর্জুন পানওয়ালা মন্দিরে এসে ঢোকে
সাথে ঢোকে তার তিন ইঞ্চি ,আচ্ছা আরেকটু বাড়িয়ে বলি
পাঁচ ইঞ্চি রাষ্ট্র।
শুনি নি কখনো ভদ্রলোকেরা বৌকে বেশ্যার মেয়ে বলে
রাস্তায় দাঁড় করায়।
.
যার ঘরে অগাধ সাদা ভাতের গন্ধ ,অগাধ লেপ কম্বল ,ছাতা ,বিছানা
তাদের জন্য শীত ,বর্ষা সবটাই রোমান্টিক।
আমি বলিনি তাদের কিছু
বলছি আমি নিজেকে খুব সাদামাটা ভাবি
মায়ের দুধে থাকি ,সরি বৌয়ের দুধে থাকি
ভুল বলা
আসলে আমি প্রেমিকার স্তন ঘাটি।
.
হাঁপিয়ে উঠি না কারণ হাঁপাতে গেলে অপরাধ লাগে
শুধু রোজ রাতে বিছানায় সেলফি তুলি মধ্যবত্তি স্যানি লিওনের সাথে।
দুঃখ করি না কখনো
যদি রাতে বৃষ্টি ফোটায় বাড়ির ছাদ বেয়ে বৌ বাচ্চা সংসার ভাসায়
অপেক্ষা করি কখন চাঁদ উঠবে বলে।
তাইতো আমার রাস্তার কুকুর দের  আজকাল নিরপরাধ মনে হয় না
মনে হয় না প্রেমিকার যোনির ঘেটে  জোনাকিদের বের করা অসম্ভব।
জানি এই ভাবনাকে হত্যা করা যাবে না
যাবে না খাঁচায় পোড়া
তবে পরিষ্কার করতে হবে রাস্তায় পরে থাকা সেইসব মানুষগুলোকে
যারা সময়ের বীর্য ,কফ ,থুথু কুড়িয়ে খায়।
যেহেতু আমরা ভদ্রলোক
আপনিও ভদ্রলোক
সেহেতু মধ্যবিত্ত সংসারে আপনার দৈনন্দিন বালাৎকার সত্যি। 
  

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...