Friday, January 3, 2020

মেট্রোপলিটন



মেট্রোপলিটন
--- ঋষি

চড়াই-উৎরা জীবন সংক্রান্ত
পৃথিবী নাকি বারুদ তৈরীর কারখানা জেনেও
মানুষ  ভালোবাসে।
ঋতুকালীন সব্জির মতো ভালোবাসা কিলোতে বিকোয় শুনেও
মানুষ ভালোবাসে
মানুষ বিশ্বাস রাখে ভালোবাসায়।     

 মানুষকে কুকুর কামড়ায় তাই জলাতঙ্ক
মানুষকে সময় কামড়ায় তাই বিপ্লব যুগে যুগে।
মানুষকে মানুষের একলা থাকা কামড়ায় তাই ভালোবাসা জন্মায়,
জন্মায় অজস্র স্পর্শর মতো একলা মেঘ।
তাই মানুষের বৃষ্টি ভেজা
কাছে আসা
মনখারাপ তাই মানুষের একলা থাকা।

আমি বারাসাত মোড়ে দাঁড়িয়ে মানুষের যুদ্ধ বিরোধী শ্লোগান শুনি
আমি গড়িয়াহাট মোড়ে দাঁড়িয়ে তাকিয়ে থাকি মানুষের গভীরে চলা যুদ্ধএর দিকে,
আমি মানুষের চোখে চোখ রাখি
স্পর্শ খুজি
খুঁজে পাই অজস্র মৃত মুখ।
দেখতে পাই  বাতাসে বহুকামিতা
দেখতে পাই এক্সিটপোল,রাষ্ট্রসংঘের বন্দুকে তাক করা মানুষের মুখ
মানুষের লোভ
আর মেট্রোপলিটন ভালোবাসা
যা মানুষের সময়ের কাছে শুধু শরীরের প্রয়োজন
আর শরীরের কাছে একটা সময়ের এক্টিভিটি।


No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...