Tuesday, January 7, 2020

হাজারো চোখ


হাজারো চোখ
... ঋষি

ওইযে হাজারো চোখে চেয়ে আছে
কাদের জানেন,
ওই যে ওরা চেয়ে আছে আপনার দিকে ,বড় নির্ভরশীল ওরা
চেনেন ওদের।
পৃথিবীর শ্রেষ্ঠ জীব এইবার সময় হলো
পরিচয় দেবার।

আসলে আমরা কাগজের নৌকো বানাতে বানাতে ভুলে গেছি
আমাদের অন্তরের নৌকোগুলো ,
অরিগামি খুলে আমরা আকাশের পাখি বানাতে ব্যস্ত
ভুলে যাচ্ছি পাখিদের আকাশ।
একবার ফিরে দেখুন আপনার পুরোনো চিঠির খামে আজ শুধু হিসেবে
চিঠিগুলো বেপাত্তা ,
ছোটছোট ম্যাসেজ বক্সে ঢুকে
আমরা হৃদয় লিখতে ভুলে গেছি।

কষ্ট হয় না
ওরাও তো প্রাণ ,ওদেরও সবুজ জীবন ,
আমরা স্বার্থপর হয়ে ক্রমশ আরো আরো অসুর হয়ে উঠছি
যে অসুর দমনী সেই মাকে ক্রমশ বেআব্রূ।
ওইযে হাজারো সাদা চোখ ,করুন চাহুনিতে দাঁড়িয়ে কিছু বলছে আমাদের
অথছ আমরা ব্যস্ত ,
আগুনে পুড়ে যাচ্ছে সবুজ সভ্যতা
আমরা ব্যস্ত।
ভেবে দেখবেন একবার ওরাই আসল সবুজ সভ্যতার নাগরিক
আমরা নগর সভ্যতার মাঝে ভেকধারী ধ্বংস।
ওই যে হাজার হাজারো পায়ের দুরন্ত সবুজ আহ্বান ,ওদের প্রাণ
ওদের জন্য একটা পৃথিবী দরকার
দরকার
কিছু প্রেম
একটা সবুজ পৃথিবীর আকাঙ্খায়। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...