Saturday, January 4, 2020

একটা হত্যার দৃশ্য



একটা হত্যার দৃশ্য 
... ঋষি

লম্বা সময়ের পথ
পথের ওপাশে দঁড়িয়ে চেনা মুখে মেয়েটা হাসছে  ,
কারণ মেয়েদের হাসতে হয়
তার হাসির শব্দে খুলে পড়ছে সময়ের মুখোশ ,সময়ের  ঘনবসতি।
নর্দমার পাশে দুয়ে নামছে মৃত সন্তানেরমুখ
উরু বেয়ে শুধু  রক্ত ,কন্যা সন্তান বিসর্জন
বিসর্জন নারী জাতির জন্মের ইতিহাস পুরুষের পুশ আর পুলের ফাঁকে।
.
ঘরের ভিতর দিয়ে শোনা যাচ্ছে শ্বাশুড়ির গলা
চলন্তিকার শরীরের ভিতর থেকে উঠে আসছে শ্মশানের শব্দ
তার চোখের কালিতে ধরা পড়ছে ধ্বংস।
পৃথিবী ক্রমশ এগিয়ে পিছিয়ে যাচ্ছে মানুষের হীনমন্যতায়
মানুষের লাভ ক্ষতির হিসেবের কাছে।
গল্পটা সত্যি হলেও
মেয়েটার  কাছে এটা একটা কান্নার শব্দ ,হারানো জন্মের শব্দ
সারা উরুবেয়ে নামছে তার রক্ত স্নানের ঘরের নর্দমায় ,
কান পেতে শোনো
মেয়েটা  কাঁদছে।
.
আরেকটু এগিয়ে যায় গলির মোড়ে
টিভি চলছে ক্লাবঘরে ,আমাদের মনেরকথা গুলো বলছে পর্দার পৃথিবী।
বিভিন্নরকমের কাঠের খবর ,গৃহস্থের কন্ডোম
মাটির মুখ ,সঙ্গমের গান।
খুব ভালো লাগছে ক্লাবের ছেলেগুলো বিছানার চাদরে নারী শরীর ঘাটতে
মুঠোফোনের স্ক্রিনে। স্বপ্নের স্ক্রিনে ,
লাল শরীর
গড়িয়ে নামা নেশা ,পুরুষ প্রবৃত্তি
পুশ পুল।
ধান জমি ,আল পথ ,স্নানের ঘর ,গরম বুক ,নেশার চোখ
উপোষী শরীর
বেশ উপভোগ্য অর্গানিজম ।
গর্ভবর্তী স্তন ,সন্তানের মুখে মাই
ধুর ভালো লাগছে না
খবরের বলছে শেষ পরিসংখ্যানে কমতে থাকা নারী শরীর
আর ভ্রূণ হত্যার পরিসংখ্যান ।  

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...