Sunday, January 12, 2020

মানুষের জন্য


মানুষের জন্য
... ঋষি

সময়ে বেরিয়ে দেখি
চারিপাশে আগুন জ্বলছে ,রাস্তায় বাস পুড়ছে ,পুড়ে যাচ্ছে সবুজ জঙ্গল।
উড়িয়া ,ক্রিষ্টান ,বিহারি ,হিন্দু ,মুসলিম
না না এগুলো মানুষ না।
মন্দির ,গির্জা ,আজান ,কামান
না এগুলো মানুষ।
.
লাদেন মানুষ না
মাওবাদী ,মারাত্নক হাতবোমা ,পুরুলিয়া বরফ বৃষ্টি
এই সময় মানুষ না।
ইজরায়েল ,লাদেন ,রাষ্ট্রসংঘ
আমেরিকায় ১১ নভেম্বর ,মুম্বাইয়ের এট্যাক ,কাশ্মীর যন্ত্রনা
এগুলো কোনোটাই মানুষ না।
আমি মানুষ খুঁজে পাচ্ছি না
পাচ্ছি না কোনো মানবিক হৃদপিন্ড স্পন্দন।
.
ফিরে আসছি সময়ের কাছে
প্রশ্ন করছি সময়ের কাছে ? প্রশ্ন আপনাদের কাছে
আপনারা কোথাও মানুষ দেখেছেন।
মানুষ মানে তো শিশুর মুখের হাসির মতো পারিজাত জন্ম
মানুষ মানে তো ঈশ্বর সীমান্তে বাঁচা অন্য গ্রহ।
মানুষ মানে তো সবুজ শস্যের ফসল ,এভারেস্টে পায়ের ছাপ
মানুষ মানে তো চাঁদে জল খোঁজা ,বার্ধক্যের শক্ত লাঠি।
মানুষ মানে মোটেও হাতের পাঁচ আঙুলে লেগে থাকা ধ্বংস নয়
বরং আঙুলের লাগানো সৃষ্টির ইতিহাস।
আমি মানুষ খুঁজছি
পাচ্ছি না সময়ের মাঝে ,আপনাদের মাঝে
সময়ের রাস্তায় আপনারা কোথাও মানুষ দেখেছেন। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...