Sunday, January 26, 2020

সত্যি মিথ্যা



সত্যি মিথ্যা
.... ঋষি

সত্যের একটা রং ,আর মিথ্যের প্রিজম জুড়ে রঙের ফোয়ারা
তবু এই জীবনে জানা হলো না
সম্পূর্ণ সত্যি বা সম্পূর্ণ মিথ্যা বলে কিছু হয় কিনা।
একের ভিতর বহু ডানা মেলে উড়ে যায়
প্রতিটা অচেনা গল্পে ঈশ্বরের রং,
ঈশ্বর আঁকেন ,ঈশ্বর ইরেজার ঘষে তুলে ফেলেন
মানুষের মন
সত্যি ,মিথ্যা।

প্রতিদিনকার বাঁচা ,খুনসুটি ,লুকোনো চিঠি ,আগুনের রং
পুড়ে যাওয়া বুক ,জ্বলতে থাকা সিগারেট ,ঈর্ষার ধারাপাত ,
প্রেমের সবুজ ঠোঁটে পেখম লাগানো স্বপ্ন ,
কি আবোলতাবোল
এমন করে সত্যি বলতে নেই
এমন করে মিথ্যে বলতে নেই।
এমন অনেককিছু থাকে যাতে গা ভাসাতে হয়
ভেসে যেতে হয়
জঙ্গলের হরিণীরা কাগজের নৌকায় অভ্যস্ত হয়ে গেলে।

মিথ্যে তো সত্যি নিজের অবুঝ মেঘে নিজেকে লুকিয়ে রাখা
নিজেকে সত্যি বলা ,কিংবা মিথ্যে।
আলোর স্তম্ভ গুঁড়িয়ে মাঝে মাঝে জীবন একলা দাঁড়ায়
একলা দাঁড়াতে হয় জীবন অন্ধকার রাস্তায়।
রাস্তা চলে যায় না শেষ হওয়ায়
সময় বয়ে যায় মহাজীবনের কাছে।
ভালোবাসার সমুদ্রে ঝড় ওঠে ,মাস্তুল ভাঙা পরে
একলা সমুদ্রে পথ হারানো ,
মিথ্যের সব কথা
আবহাওয়া বদলে সত্যি আঁকড়ে ধরে বিছানার চাদর। 
বৃষ্টি হয়
খুব বৃষ্টি সেদিন
কলঙ্ক মাখা কিছু সত্যির পাশে
মিথ্যেগুলো সত্যি বলে সাজিয়ে রাখতে হয়। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...