Sunday, January 5, 2020

অভিমান


অভিমান
... ঋষি

অভিমান ইজেলে আঁকা একটা পাখির নাম
তীব্র আগুনের বুকে যদি জলের প্রলেপ ঢেলে দেও
গড়িয়ে নামবে ক্যানভাস জুড়ে
ছড়িয়ে পড়বে মনে
মনের আকাশে একটা একলা পাখি  ।
অভিমান একটা বাচ্চা মেয়ের নাম
যে হঠাৎ ফ্রক ছেড়ে শাড়ি পরে চিৎকার করে
যে হঠাৎ হারাতে ভয় পেয়ে জড়িয়ে ধরে
কিন্তু কাঁদতে থাকে মনের একলা খামে।

মিথ্যে বলি নি
হঠাৎ দুটো গ্রহ একে ওপরের দিকে মহাকর্ষে ছুটে এসে চুমু খেলে
সময়ের অভিমান হয়।
হঠাৎ শহরের বড় রাস্তায় দাঁড়িয়ে থাকা বেলুনওয়ালার বেলুন
ভুলবশত হাওয়ায় উড়ে গেলে
মানুষের অভিমান হয়।
আসলে অভিমানের মা নেই ,বাবা নেই
অভিমান জন্ম থেকে একা।

অভিমান মানুষের অন্তরে ক্রমশ ক্ষয়িষ্ণু দিন
অভিমান ভালোবাসায় প্রেমিকের বুকে জ্বলতে থাকা প্রদীপ
যা হাওয়ায় দুলতে থাকে
হঠাৎ নিভে গেলেই বুক জুড়ে কান্না আসে।
অভিমান যীশুর মতো প্রার্থনা রত
ওরা জানে না কি করছে ,ওদের ক্ষমা করো।
অভিমান অন্ধকার জ্বলতে থাকা  সমুদ্রের বুকে ফসফরাস
কাঁপতে থাকা প্রেমিকার ঠোঁট।
হঠাৎ একনিঃশ্বাসে উঠে আসা অবিশ্বাস
আসলে অভিমান ভালোবাসার একলা থাকা
তোমার থেকে দূরে থাকার
অন্য নাম।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...