Wednesday, January 15, 2020

সময়ের ঘর



সময়ের ঘর
.... ঋষি

ঠিক এখনো সময় লিখলে কেমন একটা বিদ্রোহ জাগে
আর প্রেম লিখলে বুকের বাঁদিকটা টন টন করে।
টনটন করে খালি ছাদে আকাশের দিকে তাকিয়ে
একলা তারাটাকে দেখলে।
ভীষণ কান্না পায়
প্রতি সন্ধ্যায় একলা রাস্তা থেকে বাড়ি ফিরতে নিয়ম মাফিক
ফিরে  আসতে ইচ্ছে করে সময়ের ঘরে।
.
যেখানে সবুজ ঢুকে পরে প্রকৃতি সেজে হিসেব মাফিক
নদী নিজের ধারায় ভাসিয়ে  দেয় মানচিত্র,
আমাদের আকাশের  ঘর ,মেঘেদের আবদার
বারংবার ভাসায় এই মন ক্লান্তি হয়ে।
আমার হাসতে ইচ্ছে করে
আমার ভাসতে ইচ্ছে করে
সময়ের ডানায় ভর দিয়ে অন্য ভোরে।
.
সিঁড়ি ভাঙা অংকের দেওয়াল ভেঙে তাকিয়ে থাকে একলা সময়
যেন আমার প্রেমিকা ,
প্রেম একলা সেই বাঁশিওয়ালা নীল শরীরে সুর তোলে
মনে আকাশে ময়ূর পঙ্খী
আর সময়ে হরতাল।
আসলে সময় তার অধ্যায়ে লিখে রেখেছে প্রেম
আর অপ্রেমে দাবানল।
মানুষের অন্ধকার চোখ ,আলোর মুখোশ
তবু কিছুক্ষন।
জলক্রীড়ার প্রাচীন শ্লোক ,মানুষ মরেছে  রোজ
নিজস্ব স্নানের ঘরে গুপ্ত শোক
নারীদের `আবার প্রজাপতি রং
একলা বিভ্রম।
সব সত্যি
তবু কেন আমার মরতে ইচ্ছে করে।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...