Wednesday, January 29, 2020

ওঁ জয় জয় দেবী চরাচর সারে

ওঁ জয় জয় দেবী চরাচর সারে
অন্য ভাবনায় ...ঋষি

ধ্বংস নিরুপম ,শিক্ষা অনুপম
ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
ভাবনার নিরিখে আজ ২০২০ জানুয়ারী ফুরোনোর গল্প।
পচা গলা সভ্যতা
সভ্যতার হাতে লেগে থাকা অজস্র যুগের অন্ধকার
বারান্দায় দাঁড়িয়ে দূর থেকে দেখতে পাওয়া শৈশব স্কুলফেরত আমাদের। 
.
কেন লিখছি এমন
বিদ্যে চাই না মা আর মিথ্যে দেব না ঢপ
ডিগ্রি নিয়ে শেষ মেষ  তো ভাজতে হবে আলুর চপ।
কেন ভাবছি এমন
ফুটো পাতে আজও দারিদ্রতায় শুয়ে আমার আমজনতা জনগণ
আমরা করেছি পুজো ,রিমিকি মনোরঞ্জন।
.
ধ্বংস নিরুপম ,শিক্ষা অনুপম
কোন শিক্ষার কথা বলছে এই সময় শহরের মুখে সদ্য ফোঁটা ফুল ,
আমাদের ভুল
বোঝার ভুল ,
বিদ্যে দিয়ে কি হবে মা পড়ার শেষে চাকরি নেই
উন্নয়নের জোয়ার তাই ,বিদ্যাদেবী ভ্যালেন্টাইন।
ফিরে আসছে সময় শিক্ষা শুধু বস্তা চাপা কিছু কাগজের সার্টিফিকেট
পিঠ থাপড়াচ্ছে সময় শিক্ষা লাভ শুধুই কারণ।
কিন্তু কজন আমরা শিখতে চাই
কজন আমরা বুঝতে চাই
শিক্ষা মানে আলো ,শিক্ষা মানে জ্ঞান ,শিক্ষা মানে সুস্থতা।
শিক্ষা মানে মানুষের পাশে দাঁড়ানো
শিক্ষা মানে প্রতিবাদ ,
শিক্ষা মানে আর ধর্ষণ নয় ,মৃত কন্যা ভ্রূণ নয়
শিক্ষা মানে আলোর অগ্ন্যুপাত।

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...