Tuesday, January 7, 2020

আর কিছুক্ষন


আর কিছুক্ষন
... ঋষি

পিছনে ফিরে দেখতে চাই না
জীবন কতটা দারিদ্র করলো তোকে ,কতটা আবেগী
মেঘ ভাঙলে বৃষ্টি ?
শুধু অগোছালো হাজারো কথার ভাঁজে
লুকোনো আমাদের কিছুদিন
আর কিছুক্ষন।
.
শেষ কথা হয়েছিল ২০১৭। তারপর এতদিন ,এত মুহূর্ত
জানি বলা যায় না সবকিছু ,
সময়ের সীমানায় মানুষ নামক জীবটা অনেকটা অসহায়
অনেককিছু বলার থাকে।
ডুকরে কেঁদে ওঠা সময়ে নিজের ফেলে  তত্ব্তলাশ
শুধু নিজেরই থাকে ,
তারপরও কিছু থাকে গোপনে
শুধু নিজেরই।
.
কেমন আছিস তুই ?
উত্তরটা সাধারণ। সত্যি বলতে নেই জানি।
কোথায় আছিস ?
এটাও খুব সাধারণ প্রশ্ন ,আসল সত্যিটা এখানেও বলতে নেই।
শুধু বলতে হয়
বেঁচে আছি।
হাসছিস জানি ,জানি কাঁদছিস আসলে আমার এতগুলো বছর
না ফুরোনো গল্পদের ভিড়।
আমার পুরো একটা জীবন অসমাপ্ত অসংখ্য কবিতা
যাদের হলদেটে পাতায় সকলের মতো লেখা
ভালো আছি। 
আর তোকে এত দিন পরেও শুধু বলার
ভালো থাকিস যেখানেই থাক । 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...