Wednesday, January 22, 2020

বাঁশিওয়ালা



বাঁশিওয়ালা
... ঋষি

লাল মাটির সভ্যতা ছাড়িয়ে হেঁটে চলেছি
হেঁটে চলেছি বাঁশিওয়ালার খোঁজে ,
কাগজ কুচিয়ে তৈরী করেছি ঘর,কাগজের নৌকো ,কাগজের পুতুল
বাঁচার স্বয়ংবর।
ঈশ্বর হতে চেয়েছি তাই আমার পেয়ালায় উপছে ওঠা বিষ
শুধু সময়ের নেশা ,শব্দের নেশা
বর্ণদের আকাশের উড়িয়ে ,নীল আশ্রয় অহর্নিশ।
.
পায়ে হেঁটে ,ট্রাম লাইন ঘেঁষে মেঘদুতকে খুঁজে পাওয়া
আচমকা শহরের নদী ,খোঁপা ভাঙা ফুল ,অজস্র জীবনের ভুল ,
ভালোবাসা বললে বোকারা বোঝে
ভালোবাসা বললে জল্লাদদের জিভে এক ফোঁটা রক্ত।
ভালোবাসি তাই আমার হৃদয় চেটে নেবে রঙিন শকুন
ভালো বাসি তাই জীবনের এত ভুল।
.
হেঁটে চলা
শহরের প্রতিটা রেস্তোরায় ,প্রতিটা চেয়ারে রাখা
লুকোনো কিছু অন্তর্বাস ,ভালোবাসি ভালোবাসি খেলা
সাপ  লুডু খেলা
সময়ের গীতবিতান চটচটে প্রেম।
দেখেছি সময় ,দেখেছি প্রেমিকার মুখ ,দেখেছি সন্তানের
বুকের ভিতর হাহাকার ,দুটো কারণ
এক সন্তান আর এক তুমি অধিকার।
ভালোবাসি তবুও মরছি রোজ ,এই সময়ে পুরোটাই ফাঁকি
তবু বাঁচা বাকি
খাদের ভিতর থেকে হাত বাড়িয়েছি চাঁদের দেশে
তোমার বেশে
ক্রমশ পরিণত পূর্ণিমার চাঁদ
এক জ্যোৎস্ন্যায়
বাঁশিওয়ালা বাঁশিতে মত্ত। 

No comments:

Post a Comment

ওয়াচ এন্ড লার্ন

তারপর রাস্তারদিকে পা বাড়াই  সমস্ত গল্পগাছা ফেলে বেরিয়ে আসি তোমার বাড়ির থেকে  একখানি চাঁদ মাথার উপর অভিশাপের মতো ঝোলে , পাশ দিয়ে ছুটে যায় ক্ল...