Thursday, November 13, 2014

rishi026@gmail.com

শহর এগোচ্ছে
............ ঋষি

শেষ রৌদ্রে ফেলে আসা বেলা
আমার শহরে।
শহর এগোচ্ছে যেমন পোড় খাওয়া কামারের হাঁপর
ওপারের সেই চেতনা বলছে
আমরা এগোচ্ছি।

অগনতি মাথা ,অজস্র পথে ,অজস্র শ্মশান
ধুলোধুসরিত আগুনে সদ্য ঘুম ভাঙ্গা যুবতীর চিত্কার।
শহর এগোচ্ছে সান্তনার বুকে মাথা
নিচের গভীর হৃদপিন্ডে কালি
আমরা এগোচ্ছি।

সারি দেওয়া বৃষ্টি ,অজস্র কোলাহল
সদ্য জন্মানো শিশুর বুকে সময়ের  ছুরি।
ঈশ্বরের খোল করতালে  ধার্মিক ভনিতার রুপকথা
লেখা হয় প্রাচীন শিলাখন্ডে ভন্ডামি
শহর এগোচ্ছে।

যেমনতর অশোকের শিলালিপির উপরে শান্তির ধবনি
ফুটপাথ ঘেঁষা কপোত কপোতির  খোলা সংগ্রাম।
দুমুঠো ভাত রান্না হয় বেকার ভাতার নামে
আমার শহর ,আরেকটু উন্নত
শহর এগোচ্ছে।

শেষ বার্ধ্যকের চামড়ায় ভাঁজ
চোখের ছানির আড়ালে অসংখ্য সভ্যতার বাস।
মুখের নিকোটিনে জড়িয়ে  নামে নেশা
সন্ধ্যে হলো আমার শহরে
আমরা এগোচ্ছি।

শেষটুকু অজানা নয় ,চেনা সময়ের ভিড়ে
আরক্ত বুকে কর্কটের রক্ত মুখে।
কোনো এক কর্পোরেসানের কেবিনে শুয়ে
শহর হাসছে ,এবার শান্তি বোধহয়
আমরা এগোচ্ছি।
  

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...