Saturday, November 22, 2014

RISHI026@GMAIL.COM

বাউন্ডুলে
...........ঋষি

বাউন্ডুলের আবার দেশ
ছড়ানো মানচিত্র আকাশের গায়ে।
চারিদিকে ছিটকে পরছে বরাহনন্দনদের অদ্ভূত আশ্বাস
আর বিশ্বাস ,সেটা তো  একটা শব্দ মাত্র
মানুষের নিম্নাগ্নে লাগা জমা ময়লার মতো।

যাকে  বাউন্ডুলে বলে মানুষের বোধ
সে  ছড়ানো মানচিত্রে যেখানে সেখানে দাঁড়িয়ে হিসু করে।
কিন্তু কপট বাহানায় হৃদয় ভাঙ্গে না
কিন্তু কপট নিশানায় হৃদয় রাখে না।
দশজন মিলে লুঠ করো কোনো মেয়ে শরীর
উপার্জন করে মিডিয়ার পাতায় ব্রিলিয়ান্ট নগ্নতা।
কিন্তু বাউন্ডুলে সে নগ্ন করে না
আসলে হিসেবের বাইরে দাঁড়িয়ে সে বিশ্বাস করতে ভালোবাসে।
সে  ভালোবাসে দৈনন্দিন ঘামের গন্ধ
কিন্তু বাউন্ডুলে এটিকেট জানে না।
হতে পারে না  বরাহনন্দনদের অদ্ভূত আশ্বাস
কিংবা বিশ্বাস কোনো নগ্ন কল্পনা।

বাউন্ডুলের আবার ইশ্বর
ঈশ্বর নিজে জানেন না বাউন্ডুলের কোথাও শেষ নেই।
শুধু  ব্রাত্য কিছু মানুষের কল্পনায় বাউন্ডুলে অসামাজিক হয়ে যায়
আর তখনি  ছিটকে আসে স্বল্পবসনা নগ্নতার নাম
বাউন্ডুলে পাগল হয়ে যায়। 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...