Friday, November 14, 2014

RISHI026@GMAIL.COM

সেই বাড়িটা
................ ঋষি

কোনো গলিতে অর্বাচীন স্তাপত্যের মাঝে দাঁড়িয়ে
সেই বাড়িটা।
এক কালের নামজাদা কোনো নায়িকার বাড়ি
বাড়িটা দাঁড়িয়ে সেদিন থেকে।
যেদিন  প্রথম দেখা নায়িকা আর নায়কের
সে সাক্ষী।
এক জন্মের আতুরঘরের
আজ বহুদিন হলো নায়িকা নেই ,নেই নায়ক,
স্নেহ নেই ,ভদ্রলোক বিলেতে থাকেন।

গেট ঠেলে ঢুকলো কজন
বাড়িটা কান পেতে শোনে ওদেরি কেউ বলছে।
এই জায়গাটা বেশ গাড়ি রাখা যাবে
একটা ছোটো মানুষ ছুটে গেল বাড়ির ভিতর ,
পিছন থেকে মেয়ে লোকটা  বললো
বাবু দেখে ,পরে যাবি তো।
মনটা নেচে উঠলো বাড়িটার এখানে  আমার ঘর হবে।

সবাই চলে যাচ্ছে
কেউ একজন বললো দাদা একদম চিন্তা করবেন না ,
দু চার দিন লাগবে কাজ শুরু করতে
অনেকদিনের পুরনো ভাঙ্গতে যা সময় লাগবে।

বাড়িটা আনমনে বললো
আবারও ভাঙবে আমায় ,আর কিছুদিন।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...