Sunday, November 2, 2014

RISHI026@GMAIL.COM

দুরত্বের সাথে
..................ঋষি

কোথাও একটা ইশ্বরের ভুল ছিল
তাই দুরত্ব শব্দটা একটা অস্তিত্ব তৈরী করেছেন।
কিন্তু সে যে সময়ের মাপার গভীরতায় একটা ডিজিট মাত্র
ডিজিটাল মোটরে ভারপ্রাপ্ত যন্ত্র সে যে সাময়িক
কিন্তু সত্যি কি দূরত্বে হৃদয় বাঁধা যায়।

ছুঁয়ে দেওয়া যায় ,ছুঁয়ে যাওয়া  যায়
ইচ্ছামৃত্যুর বর প্রাপ্ত ধর্মরাজ তোমাকে আবেগের খাতায়।
হৃদয় বাঁধা যায় না ,সময় ধরা যায় না
ধর্মরাজ তোমারও মৃত্যু হয় এই বাঁচার ভূমিকায়।
বারংবার উঠে আসে হলাহল
যখনি মনে হয় তুমি দূরে আছো
আসলে তোমাকে যে দূরে রাখা যায় না।

ঈশ্বর ভদ্রলোক বোধ হয় জানতেন তুমি অপরুপা
হৃদয়ের অগোচরে কোনো কপট ছলনায় উনি লিখলেন ,
হৃদয়ের গভীরতায়  দূরত্বের নাম।
কিন্তু মৃত্যু যে দুরত্ব মানে না নির্দয় ,নির্ভেজাল বাসনার খাতায়
সে যে লিখে চলে তোমার নাম।
বারংবার নিজের অগোচরে হৃদয়ের দেওয়ালে
আসলে তোমাকে দূরত্ব মনে হয় না।

কোথাও একটা ঈশ্বরের ভুল ছিল
তাই দূরত্বের অঙ্গীকারে তোমাকে পাঠালেন জীবিতের ভূমিকায়।
কিন্তু তুমি যে মৃত কোনো শব্দের মত আভিধানিক নও
তুমি যে আমার চেতনার গভীরে প্রেম
তুমি কোনো দুরত্ব নও। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...