Sunday, November 9, 2014

RISHI026@GMAIL.COM

অন্য সভ্যতায়
.............. ঋষি

কয়েকশো আকর্ষণ নিয়ে
পৃথিবীর বুকে ছুঁটে আসে যে অস্তিত্ব।
সে আসলে ছুটে যায় তোর বুকে
তোর হৃদস্পন্দনে রাখা অসংখ্য সিম্ফনি
সে আশ্রয় খোঁজে বাঁচার আশায়।
আসলে হেরে যাবার বাইরে জীবনটা আদুরে
সে আদর খোঁজে।

আদুরে ভীষণ আদুরে
আদুল শরীরে বৃষ্টি ভেজা শাওয়ারের  সভ্যতায়।
সে  জলের ফোঁটা গড়িয়ে যায় তোর নাভিতে
তুই মুছতে থাকিস ,যেন সে  নোংরা কাদা,
তুই সরতে থাকিস ,যেন সে  কবিতার সাদা পাতা।
কিন্তু এভাবে সরা যায় না
কিন্তু এভাবে দূরে রাখা যায় না।
সব মিটে যাবে একদিন আকাশের বুকের নীলে তোর ঠোঁট
তোর অস্তিত্ব বিলীন তার বুকে।

আসবে সে
ভেঙ্গে দেবে কোনো মেঘলা দুপুরে তোর হৃদয়ের দরজা।
তোর নাম নিয়ে চিত্কার করবে পৃথিবীর দিকে মুখ করে
ছুটে এসে  সোজা ঢুকে যাবে তোর বুকের এপার ,ওপারে।
তোর পাথুরে বুকের ঘর্ষণে জ্বলবে আগুন
সেদিন সভ্যতার পথ চলা শুরু তোর হাত ধরে
আবারও কোনো অন্য সভ্যতায়। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...