Friday, November 7, 2014

RISHI026@GMAIL.COM

জীবন উন্মোচন
.............. ঋষি

আকাশের বাইরে একটা পৃথিবী আছে
এমনটা আমার নয় শুধু আমার মনেরও আছে।
কয়েকশো ডেসিবালের পৃথিবীর যেখানে
শুন্যস্থান আছে
সেটা আমার নয় শুধু আমার মনেরও আছে।
বায়ু শূন্য গড়গড়ায় শুকনো স্বপ্ন
শুধু ধোঁয়া নয় যে হারিয়ে গেছে।

আমরা যারা জীবন খুঁজি হিসেবের বাইরে
তাদের কাছে আগামীর স্বপ্ন।
আমরা যারা হৃদয় খুঁজি খোলা আকাশে
তাদের কাছে জীবন দুঃস্বপ্ন।
আসলে প্রতিটা মুক্তির পরে জীবন হাসে
বাঁচতে চাই শরীরের রক্তে শিরায় শিরায় ,
কয়েকশো জন্মের মুখ।
হৃদয়  দরিদ্রতায় জড়িয়ে হারিয়ে যায়
জীবনের সুখ।

এমনি হয় খোলা পাতায়
চার দেওয়ালের জানলায় খোলা আকাশ।
মন তোর জানলা দিয়ে আকাশ দেখা যায়
যেখানে স্বপ্ন বাঁচে হৃদয়ের কোলে,
আর জীবন বাঁচে স্বপ্নের আদলে।
আসলে পর্দার পিছনে ভয় তো থাকে
নিজেকে নগ্ন পাওয়ার।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...