Thursday, November 6, 2014

rishi026@gmail.com

ফিরে আসা
........... ঋষি

এ জীবনে ফিরে আসা যায়
ব্যতিক্রান্ত কোনো কলোনির ধারে সুপ্ত নদী।
ঘুমিয়ে পরেছে বহুদিন হলো
অসংখ্য স্বপ্নের আতরে বাঁধা জীবনে।
মনের একটা পৃথিবীতে জন্ম আমার
কিন্তু একলা নয় ,প্রেম হৃদয়ের।

ভাঙ্গাচোরা কলোনির গলি খুপচিতে আশ্রিত হৃদয়
কিন্তু আশ্রয়ে বাঁচা যায় ,মরা নয়।
যারা মরতে চায় তারা কলোনির বাইরে নদীতে
ভাসতে চাই খুব গভীরে।
যেখান থেকে জন্ম হৃদয়ের চোরা নদী
ভাসতে ভাসতে মনের সাথে হৃদয় দেশে
রাজা ,রানী আর স্বপ্ন।

এ জীবনে ফিরে আসা যায়
কলোনির অলি  গলি বেয়ে অসংখ্য পরিবাহীর ভিতরে।
চেনা কাউকে যদি হৃদয়ে চেনা যায়
চেনা সময়ে যদি হৃদয়ে পাওয়া যায়।
এক কনা স্বপ্ন রেনু গায়ে মেখে পাশাপাশি
একটা জীবন বেঁচে থাকা যায়।


No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...