Wednesday, November 19, 2014

RISHI026@GMAIL.COM

সবাই বলে উপলব্ধি
..................... ঋষি

সবাই বলে উপলব্ধি
আমি বলি শৃঙ্খল ,ভালো থাকার যন্ত্রণা।
অবাককান্ড মস্তিষ্কের ভিতরে অজস্র তেলেপোকা
যাদের বিশ্রী গন্ধ ,বিশ্রী চেতনা।
ফুটপাথ ঘেঁষা ডাস্টবিনে কুকুরের ভিড়
পর্দা ওল্টায় জনতার আদালতের চোখে রোদ চশমা।

সময় চলতে থাকে ,তারিখের পর তারিখ
সময়ের পরে আরো সময় চায় ,মুখবোজা হৃদয় জবাব চায়।
জবাব কোথায় অস্তিত্বের ওপারে
বেআব্রু রক্তাক্ত যোনির ভিতর অত্যাচারিত বীর্য।
বেআব্রু সমাজের মুখে  বেশ্যার গালি
বেআব্রু সময়ের গায়ে নপুংসকের  সরকারী তকমা।
সরকার বদলায় রাত্রের নোংরা লুঙ্গি ,ভিজে জনতা
লুঙ্গির তলায় অন্ধকার মায়ের আঁচল,শুধু দুঃখিত জনতা ,
খবর কাগজের হেডলাইন মানুষের মানুষগিরির ক্ষমতা।

সবাই উপলব্ধি বলে
আমি বলি আগুন ,ঝলসানো ক্ষোভ  তন্দুরি চিকেনের।
বাটার পালিশ ,পারফেক্ট ফ্রাই ,জনতা ঘুমিয়ে
জাগছে না ভাই ,জাগবে না যতদিন ,
রক্তের নোনতা স্বাদ ,মৃত্যু ছিটে  চেতনার গায়ে।
আর নগ্ন চেতনা ফুটপাথে মানুষের খালি পায়ে। 

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...