Sunday, November 23, 2014

RISHI026@GMAIL.COM

সমাপ্তির ভূমিকায়
....... ঋষি

তোকে ছোঁয়া যায় না মন
সমস্ত অনুভূতির ভিতরে নিজেকে লুকিয়ে।
সমস্ত অধিকারের ভিতরে নিজের রক্তক্ষরণ
তোকে পাওয়া যায় না।

আগত অজস্র প্রশ্নের মুখে কালি
অজস্র সময়ের অভিনন্দিত অন্তর স্বাস  দহন।
দমবন্ধ লাগে হৃদয়ের ভেন্টিলেসানে  শ্মশানের  ছাই
কয়েকটা মৃতদেহ পর পর শুয়ে
তোকে পেয়ে না পাওয়ার মুহুর্তে অসংখ্য পদচরণ,
অজস্রবার হৃদয় মন্থনে শুধু রক্তক্ষরণ।

তোকে ছাড়া যায় না
এমন তুই কোনো এক পরিযায়ীর মত ছুটে বেড়াস।
দেশ থেকে দেশান্তরে ,হৃদয় থেকে অন্তরে
কোথাও স্থির নয়।
অস্থির না পাওয়ার মুহুর্তদের হৃদয় বিন্যাস
অসমাপ্ত কবিতা।

তোকে ছোঁয়া যায় না মন
কর্পোরেসানের মর্গের গাড়ি নম্বর জানি না।
কিন্তু হৃদয়টা শুয়ে যেখানে
যেখানে তোকে ছুঁয়ে আমার অপমৃত্যু। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...