Thursday, November 20, 2014

rishi026@gmail.com

অজ্ঞাত কবিতা
..........ঋষি

তারপর হঠাথ জীবনটা বদলে যায়
সোজা সুমেরুর সমস্ত শীতলতায় শীতল শরীর
শুয়ে থাকে শূন্য ভবিষ্যতে অন্য কোথায়।

তারপর মাটির নিচে আরো গভীরে রক্তপাত  হয়
আরো গভীরে শিরা উপশিরায় ধ্রুপদের অগ্নিস্নাত কন্যা জন্ম নেই।
তেজস্বী তার চোখে আগুনে প্রলয় ,পুড়ে ছারখার
ধ্বংস হয় কুরু বংশের পাপী শরীর।
আবার শীতলতা দ্রোপদী তুমি পঞ্চ ভোজ্য কোনো নারী শরীর
হাসছে  দুর্যোধন হৃদয় ,দ্রোপদী তুমি ধ্বংস।

যা তেরি
তারপর  আবার এক জীবন বদলে যায়।
সোজা  কোনো এস্কিমোর দেশে বরফে শুয়ে থাকে অপেক্ষা
কেলায়ডাস্কপে দাঁত কেলায় কাঁচের টুকরোগুলো।
ফুটতে থাকে হৃদয়ে দুরত্ব দুর্বলতা হয়ে
আর তখনি মৃত্যু হয়।

তারপর আর কিছু  নেই
সোজা এই গল্পটা  লিখে ফেলি কোনো অজ্ঞাত কবিতায়
বাকিটুকু উহ্য ভবিষ্যত শীতলতায়। 

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...