Thursday, November 13, 2014

rishi026@gmail.com


বিশ্বাস
............... ঋষি

ভয়ংকর আগুনে পা দেওয়ার মত
তোর হৃদয়ে পা।
আমার আমিত্বের মাঝে খিড়কির জানলার শার্সিতে
কয়েকশো প্রশ্ন ,হাজারোবার মাথা খোঁটে
বিশ্বাস
যা আগুনের মত পবিত্র।

কলঙ্কময়ী  সীতা মাটি ছিঁড়ে ঢুকে যায় বুকে
বুকের মাটির অন্ধকারে নতুন জন্ম।
বসবাস কোনো  নারী ,তুমি বিশ্বাস
প্রেম তুমি নিশ্বাস।
আর কবিতা তুমি কল্পনা ,অথচ প্রেম নও
বিশ্বাসী নও।

এমন হয় সহস্র প্রাচীন লিপির অন্তরে
ক্ষরিত হয় স্নেহ ,অনুভূতি ,স্পর্শ।
যেখানে  হৃদয় মরে বারংবার
অথচ আশা জন্মায় বিশ্বাসে আগুনে পুড়ে ছারখার।
বিশ্বাস সে যে আগুনের মতো পবিত্র
শুধু শব্দ নয়।

জ্বালা ধরে বুকে যদি  ভাঙ্গা বিশ্বাসে কাঁচে রক্ত
অথচ শান্তি পায় ,বিশ্বাস খোঁজে।
পা বাড়ায় তোর হৃদয়ে বাঁচার আশায়
আরেকবার এক জীবন্ত সমুদ্র।
অসংখ্য ঢেউয়ের  আঘাতেও  অগ্রগামী প্রেম
বিশ্বাসে তোমার সাথে বাঁচার আশায়।


No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...