Thursday, November 20, 2014

rishi026@gmail,com

আকাশের গায়ে
............. ঋষি

দুহাত তুলে ধরেছি আকাশে
আমার মুঠোর মধ্যে কিছু মুহুর্তের গোলাপ পাঁপড়ি।
মুঠো খুলছি ছিটকে পরছে স্নেহ ,মায়া ,প্রেম স্পর্শগুলো
বারান্দার টবে ফোটা সদ্যজাত কুড়ি।
আগলে রেখো কাঁটা ,আগলে রেখো হৃদয়
সময়ের হস্তক্ষেপে ভূমিকম্প আকাশের  গায়ে।

আবর্তনের পরিবর্তিত হিসেবে সাইরেন বাজায় সময়ের টেলিস্কোপ
কাঁপতে থাকে আগত পদশব্দ কালের ধ্বনি।
আজকাল ভয় লাগে না জানো,কেন জানি কাঁদতে ইচ্ছে করে
তোমার বুকে মাথা ,প্রেমের আঠালো রক্ত ,,,নোনতা।
জানতে ইচ্ছে করে গোলাপের গন্ধে লুকোনো বিষগুলো ,,জীবন
জানতে ইচ্ছে করে অন্তরের যন্ত্রনাগুলো ,,,স্পর্শ।
ঘুনপোকা মাথার ভিতর  আর হাতে ধরা আকাশে নোনতা সময়
চা বিস্কুট কিংবা তৃষ্ণা নামক হিসেবের বাইরে
তোমাকে জড়িয়ে বাঁচতে ইচ্ছে করে।

দুহাত তুলে ধরেছি আকাশে
পুঞ্জ পুঞ্জ  মেঘের ভিতরে জমে থাকা অশ্রু বিন্দু।
মুঠোর ভিতর থেকে  গলে যাওয়া সময়ের  বৃষ্টি
বারান্দার টবে ফোঁটা সদ্যজাত আশা।
আগলে রেখো হৃদয় ,গোলাপের কাঁটা
কাঁটা ফুটবে তো ফুটুক ,কিন্তু সময় অবিচল আকাশের গভীরতায়।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...