Saturday, September 3, 2016

অদ্ভুত রাত

অদ্ভুত রাত
................. ঋষি
=========================================
রাত্রিটা অদ্ভুত
কেউ কেউ মাঝরাতে সুনসান শহর বুকে একলা হাঁটে
অফিস পাড়া,বিবাদীবাগ ,স্ট্যান্ড রোড।
কেউ আবার সোজা মুখ গুঁজে থাকে কুকুরে মতো
কোনো অদৃশ্য আকাঙ্খার কোলে
আবার কেউ কেউ ভালোবেসে কাটিয়ে দেয় সারারাত।

কেউ আকাশের দিকে তাকিয়ে
অতি সহজে কল্পনা করে নিজের প্রেমিকের বুক।
কেউ বা মুহু মুহু সিগারেটের রিং ছোঁড়ে আকাশের গায়ে
অনিদ্রার চাপা কোলে দীর্ঘশ্বাস।
এটাও ঠিক কেউ কেউ ঘুমিয়ে পরে
স্বপ্ন দেখে শিশুর মতো কোনো অচেনা ,অজানা বেলার।
কেউ কেউ আবার মানুষের মতো লড়তে থাকে
আধুনিক কে আরো আধুনিক করবে বলে
কিংবা কেউ শুধু সোশ্যাল মিডিয়ায় ভিজতে থাকে
অচেনা বন্ধুত্বের নামে।

রাত্রিটা অদ্ভুত বড়ো
অন্ধকার চোখে নেশার লাল পেজে কেউ শরীরগামী।
কেউ বা সৃষ্টির আনন্দে মাতোয়ারা
নিয়মের অরিগামি প্রেমের সাগরে ডুব কোনো উপাখ্যান।
আমার কবিতা আজ রাতে  শুধু স্পর্শে ভেজা
আর অন্ধকার আকাশে চুপিচুপি নেভা জ্বলা একাধিক তারা। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...