Saturday, September 3, 2016

ক্যাবলাকেষ্ট

ক্যাবলাকেষ্ট
................... ঋষি
===============================================
অনেকটা মুলতুবি থাকে
কথারা ন্যাড়া হতে হতে বেলতলায় দাঁড়ায়।
দুপুরের  কোল ছুঁয়ে কল কল করে কোনো স্রোতস্বিনী
মাথার শিরা উপশিরায় চিৎকার।
চুপ থাকে অকপটে অন্ধকার অবয়ব
সবকিছু আলগা হতে হতে জন্মান্তরে পৌঁছে যায়

চুইংগাম চিবোতে চিবোতে
ছিবড়ে আটকে দেব নন্দন  চত্বরে অন্য কোনো দিনে।
কিংবা গড়িয়াহাট ব্রিজের তলায়
বসে থাকা স্বপ্নরা আগামীর চিবোনো চুইংগাম নিজের নিজের কাছে।
আচ্ছা না হয় কাল থেকে আমরা প্রেম প্রেম খেলবো
বাড়িতে বকা খেলে ,আবার স্বপ্ন দেখবো।
আজ এই সন্ধেটুকু এক সিগারেট টানে ভোরে নেবো
নিজের নিজের  মাটির ভিতর।
তারপর যেদিন বাঁচতে কষ্ট হবে
সেদিন ওই মাটিতে স্বপ্ন পুঁতে  দিয়ে গাছ বানিয়ে নেব নিজেদের মত।

অনেকটা মুলতুবি থাকে
কথারা ন্যাড়া হয়ে একলা  বেলতলায় ক্যাবলাকেষ্ট।
দুপুরের কোল ছুঁয়ে অশরীরী আত্মার প্রলোভন
মাথার শিরা উপশিরায় চিৎকার।
চুপ থাকে অকপটে অন্ধকার অবয়ব
সবকিছু আলগা হতে হতে জন্মান্তরে পৌঁছে যায়। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...