Friday, September 9, 2016

উপন্যাসের পাতা

উপন্যাসের পাতা
.............. ঋষি
===================================================
সকলেই এক
শুধু সৌহার্দ্য আর শুভেচ্ছা আলাদা এমন তো নয়।
সর্বোপরি যে গল্পটা শুরু হতে হতে হঠাৎ আকাশ
তারপর কখন যেন পাখি হয়ে যায়।
সেইভাবে ভাবতে গেলে মানুষ পৃথিবীর অন্যতম রিপু
ভালোবাসা আর ভালোবাসায়।

প্রতিটা ধ্বংসের পিছনে একটা রাবন প্রয়োজন
চৌদ্দবছর ,,,রাবনের কারাগার ,,,,আসলে মৃত্যু সর্বদা সীতার।
এই কথা ভুলে গেলে চলে
কিন্তু জীবিত উপন্যাসের পাতায় রামায়ণ কখনোই না।
রাবন হালফিল এই জগতের শ্রেষ্ট উপশম
আর সীতা সে যে সর্বদা প্রতীক্ষার যাত্রী।
ভালোবাসা ফোরাতে ফোরাতে
যদি সবটাই মাংস হয়ে যায় ,,আয়োজন বাড়ে ঠিক বেঁচে থাকার
কিন্তু জীবনের প্রয়োজন ফুরোয়।

সকলেই এক
শুধু সৌহার্দ্য আর শুভেচ্ছা বার্তা তোর লেখা উপন্যাস নয়।
নিজেকে পোড়াতে পারাটা একটা আর্ট
যেমন ধর মোমবাতির উত্তপ্ত মোম তোর চামড়ায়।
কিন্তু তারপর ফোস্কা পড়াটা খুব স্বাবাভিক
অথচ পোড়ার জ্বালাটা অসামাজিক। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...