পথের সফরে
............... ঋষি
=======================================
কবিতা জড়িয়ে লতার মতো সভ্যতা
কবি তুমি জংলী থেকে গেলে।
হাজারো বছরের পর যদি কখনো চলন্তিকা তুমি আসো
তোমার সোনার উষ্ণতায় শস্যের সফরে ধান।
তারপর চাল
কবি তুমি ক্ষুদার্থ রয়ে গেলে।
কোনো সেপ্টিপিন দিয়ে আটকানো অমানুষিক যন্ত্রণাগুলো
আটকানো জামার বোতাম আর পোশাকি।
বুকের উদাত্ত বৃষ্টিগুলো
ভিজে যাওয়া মাটি যোগ্যতা প্রশ্নোত্তরে সবুজ আবরণ।
কোনো বৃষ্টির পুকুরে জলে
ক্রমাগত স্পন্দন ,সবুজ প্রেম দেখা দিয়ে হারানো।
সে তো কোনো কল্পনা নয় কবি
শুধু মাত্র বহুদিন চান না করা ভাবনা।
কিংবা একা বাথরুমে শাওয়ারের জলে আয়নার নগ্নতা
সে তো নগ্নতা নয় সভ্যতার নামান্তর।
কবিতা জড়িয়ে বেড়ে ওঠা পরগাছা
ভাবনারা সব আদিম কোনো বাউলে হৃদয়ের কল্পনা।
কবি তুমি একা থেকে গেলে
যেমন সাদা পাতায় কোনো আকাশ হাতের মুঠোয়।
তারপর আরো হাঁটা
কবি তুমি চিরকালীন পথিক।
............... ঋষি
=======================================
কবিতা জড়িয়ে লতার মতো সভ্যতা
কবি তুমি জংলী থেকে গেলে।
হাজারো বছরের পর যদি কখনো চলন্তিকা তুমি আসো
তোমার সোনার উষ্ণতায় শস্যের সফরে ধান।
তারপর চাল
কবি তুমি ক্ষুদার্থ রয়ে গেলে।
কোনো সেপ্টিপিন দিয়ে আটকানো অমানুষিক যন্ত্রণাগুলো
আটকানো জামার বোতাম আর পোশাকি।
বুকের উদাত্ত বৃষ্টিগুলো
ভিজে যাওয়া মাটি যোগ্যতা প্রশ্নোত্তরে সবুজ আবরণ।
কোনো বৃষ্টির পুকুরে জলে
ক্রমাগত স্পন্দন ,সবুজ প্রেম দেখা দিয়ে হারানো।
সে তো কোনো কল্পনা নয় কবি
শুধু মাত্র বহুদিন চান না করা ভাবনা।
কিংবা একা বাথরুমে শাওয়ারের জলে আয়নার নগ্নতা
সে তো নগ্নতা নয় সভ্যতার নামান্তর।
কবিতা জড়িয়ে বেড়ে ওঠা পরগাছা
ভাবনারা সব আদিম কোনো বাউলে হৃদয়ের কল্পনা।
কবি তুমি একা থেকে গেলে
যেমন সাদা পাতায় কোনো আকাশ হাতের মুঠোয়।
তারপর আরো হাঁটা
কবি তুমি চিরকালীন পথিক।
No comments:
Post a Comment