কাছে দূরে
................ ঋষি
================================================
কাছে আসতে কিছু লাগে না
কোনো পরিচয় ,কোনো অধিকারের সমাজ ,নিয়ম লাগে না।
কোনো মানুষ প্রথমবার অন্য একজন কাছে যায়
তারপর আরো কাছে।
মিশে যেতে থাকে পরিচয় ,ফন্ট ,পদবী ,তারপর রক্ত বিশ্বাস
শেষবারের মতো অস্তিত্ব।
অস্তিত্ব মিশে যেতে চায়
আরো কাছে ,খুব কাছে ,যেখান থেকে কোনো দূরত্ব মাপা যায় না।
সকলে চায় ,প্রত্যেক মানুষ চায়
অন্য একজনের কাছে যেতে ,কারণ বাঁচতে চায়।
তারপর শুরু হয় অন্য একটা গল্প
সকাল বেলা ঘুম ভেঙে উঠে বসে দুজন সামাজিক
কিন্তু একে ,অপরকে চিনতে পারে না এক টেবিলে ব্রেকফাস্টে।
আরো ফাস্ট বদলায় পরিচয়
অপরিচিত মানুষের সংখ্যা বাড়তে থাকে বেঁচে থাকায়।
নিজের চারপাশে ,নিজের শহরে ,নিজের অস্তিত্বে
মানুষগুলো অপরিচিত।
কাছে আস্তে কিছু লাগে না
কিন্তু দূরে গেলে ,সরে গেলে ,আরো দূরে ,নিজের ভিতর বুলেটপ্রুফ।
একটার পর একটা সময় ছুঁটে আসে বাঁচতে চায়
আসলে মানুষ চায় বাঁচতে ,তাই আর কাছে আসা হয় না।
দূরত্ব বাড়তে বাড়তে প্রতিদিন হয়ে যায়
আর মানুষ কাছে থেকেও অন্যজনের দূরে বাঁচে।
................ ঋষি
================================================
কাছে আসতে কিছু লাগে না
কোনো পরিচয় ,কোনো অধিকারের সমাজ ,নিয়ম লাগে না।
কোনো মানুষ প্রথমবার অন্য একজন কাছে যায়
তারপর আরো কাছে।
মিশে যেতে থাকে পরিচয় ,ফন্ট ,পদবী ,তারপর রক্ত বিশ্বাস
শেষবারের মতো অস্তিত্ব।
অস্তিত্ব মিশে যেতে চায়
আরো কাছে ,খুব কাছে ,যেখান থেকে কোনো দূরত্ব মাপা যায় না।
সকলে চায় ,প্রত্যেক মানুষ চায়
অন্য একজনের কাছে যেতে ,কারণ বাঁচতে চায়।
তারপর শুরু হয় অন্য একটা গল্প
সকাল বেলা ঘুম ভেঙে উঠে বসে দুজন সামাজিক
কিন্তু একে ,অপরকে চিনতে পারে না এক টেবিলে ব্রেকফাস্টে।
আরো ফাস্ট বদলায় পরিচয়
অপরিচিত মানুষের সংখ্যা বাড়তে থাকে বেঁচে থাকায়।
নিজের চারপাশে ,নিজের শহরে ,নিজের অস্তিত্বে
মানুষগুলো অপরিচিত।
কাছে আস্তে কিছু লাগে না
কিন্তু দূরে গেলে ,সরে গেলে ,আরো দূরে ,নিজের ভিতর বুলেটপ্রুফ।
একটার পর একটা সময় ছুঁটে আসে বাঁচতে চায়
আসলে মানুষ চায় বাঁচতে ,তাই আর কাছে আসা হয় না।
দূরত্ব বাড়তে বাড়তে প্রতিদিন হয়ে যায়
আর মানুষ কাছে থেকেও অন্যজনের দূরে বাঁচে।
No comments:
Post a Comment