Sunday, September 4, 2016

অনেকগুলো শব্দ

অনেকগুলো শব্দ
................ ঋষি
=============================================
অনেকগুলো শব্দ একসাথে বলতে গিয়ে আটকে গেলো
প্রিয় বান্ধবীর মুখটা একটা বিকেল।
মনে পরে জীবনে প্রতিপাড়ে  কিছু অন্ধকার থাকে
কলেজের বেঞ্চ ,তারপর অনেকটা পিছনে।
পিছোতে পিছোতে কখন যেন জীবন
এগিয়ে গিয়ে আজ হয়ে যায় ,,মনে পরে।

সিগারেটের রিঙে লুকিয়ে থাকা হিরোসিসম
কিংবা সেই পুরোনো গিটার।
নবারুণ তুই সিঙ্গার হতে পারতিস কিংবা হতে পারিটিস আলুকাবলি ওয়ালা
সেই বার ঘুরতে গিয়ে তুই আলুকাবলিওয়ালা
আর রুবি।
না সেই ভাবে ঝাল লাগেনি সেদিন
তুই হাত ধরলি
আজকাল অফিস ফেরত বাসে  লংকার গুঁড়ো।

অনেকগুলো শব্দ একসাথে বলতে গিয়ে ছড়িয়ে পড়ছি
প্রিয় বান্ধবীর কপালে সিঁদুরের দাগ।
সুস্মিতা সেইসময় তোর বিয়ে হয়েছিল বলে তুই পিছিয়ে নোস্
অনেকে বুঝেছিলাম।
কিন্তু আজ এত দিন পর মনে পরে
অনেক কিছু আমাদের অজানা ছিল।

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...