Saturday, September 3, 2016

টগর গাছ

 টগর গাছ
................ ঋষি
============================================
অনেকদিন গেলো কিছু পাওয়া হয় নি তেমন করে
সামনে টগর গাছটা  সাদা হয়ে যায় প্রতিদিন
আবার কেন জানি আগেরমত চুপচাপ।
এই সব নিয়ে একটা গল্পের প্লট ক্রমশ মাথায় নিউরনে
বাসা বাঁধে বাবুই পাখির স্বপ্ন
আর তারপর অন্ধকারে জোনাকির কাঁচের চোখ।

সারা দুনিয়ার অভাবের সংসারে
এই শহরে কিছু অন্ধকার আলোর মতো জ্বলে।
কিছু ফুরিয়ে যাওয়া মিথ্যে হাঁড়িতে ফুঁটতে ফুঁটতে
খিদের সরঞ্জাম হয়।
প্রিয় একথালা ভাতের পাশে ,বাতি ভর্তি তরকারি  ,মাংস ,মাছ
কিন্তু ভুরিভোজ সে যে খানিকটা মানসিক।
অনেকটা  রাস্তা হাঁটার পর
নতুন একটা মোড় তুলে আনি বায়না করে।
আচ্ছা, বাদ যাক এসব...
যেভাবে সর তুলে রাখো গেলাসের ওপর তুমি এই সময়।

অনেকদিন গেলো কিছু পাওয়া হয় নি তেমন করে
না হয় ভুল করে চাদরটা তুলে দিও কোনো রাতে
তারপর এক মাথা সাদা চুল।
বয়স ফুরোতে ফুরোতে ক্রমশ সাদা হয়ে যায়
যেমন আমার বারান্দার সামনে টগর গাছটা
চুপচাপ দাঁড়িয়ে এই সময়। 

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...