Friday, September 16, 2016

চলন্তিকা আকাশ

চলন্তিকা আকাশ
............. ঋষি
=================================================
জীবন দিয়ে শুরু করেছিলাম
চলে যাওয়া শরতের ছোপ নিয়ে তোমার সেই নীলচে রঙের শাড়ি।
উৎসবে মগ্ন শহরে ছড়ানো চলন্তিকা তুমি
পার্লারের ভিড়ে সুন্দরী তন্বী হঠাৎ যদি চুরি হয়ে যায়।
আর তুমি চলন্তিকা  জানো আমি ডাকাত চিরকাল
শুধু আজ শরতের মেঘে মেঘলা মন।

কে কাকে বলেছিলাম ?
কি ,কেন বলেছিলাম আজ এত বছর পরে সবটাই উজ্বল ।
সব সম্বন্ধ চাপা পরে মনের কোনে নাম না জানা উৎসর্গ
বেশ একটা আমেজ ছিল বোলো শরতের রোদ বৃষ্টি খেলায়।
আজ উপচে পড়া শপিং মল চোখে পড়লেই
মনে পরে কতকিছু বলার ছিল তোমায় আর শোনারও অনেককিছু।
দিনগুলো খুব সাধারণ এখন শহরে
উৎসবের আমেজে চলন্তিকা একটা হাহাকার লেগে।
মানুষগুলো বদলে গেছে সময়ের মতো ,অন্য সকলে ,আমি, তুমি
তারপর যদি কখনো মনে পরে।

জীবন দিয়ে চেয়েছিলাম স্বপ্ন
এই শরতের ভাঙা মেঘে মাথা রেখে ফিরে আসছে ছায়াছবি।
চলন্তিকা তোমার স্পর্শ কাশফুলের শিওরে
বেশি কিছু চাই নি সেদিন, আজ চাই  চলন্তিকা ,
কেউ প্রশ্ন করুক কেমন আছি আমি ,কতটা বেঁচে
আঙুলের সাথে আঙ্গুল ছুঁয়ে শরতের আনন্দে চলন্তিকা মেঘলা।  

No comments:

Post a Comment

এইটুকু আলোর জন্য

ঈশ্বরকে বলি ম্যাজিক চাই  বলি মানুষে ঘরে বন্ধ দরজার শহরে আলো চায় চায় শুভেচ্ছা ,চায় পবিত্রতা  আর  সত্যি , বহুবার ভেবেছি সিগারেটের আগুনে পুড়ে য...