Thursday, September 8, 2016

অসামাজিক

অসামাজিক
.......... ঋষি
===================================================
নেমে আসছে একের পর এক ছুরি
ফুটপাথেও আজকাল ভিখিরি ঘর করে।
প্রেম করে
চুমু খেয়ে শরীর ছেড়ে দেয় নিয়মবোধ শহর।
তারপর আরো কিছু ছুরি
প্রতিদিন ঢুকে যায় গভীর থেকে আর গভীরে।

অনেকদিন অভুক্ত চোখে
বাসি লিঙ্গ কাটানো ছবি ,ময়লা বসনে খোলা মাই।
অনেকদিন না বদলানো অন্তর্বাসে বসে থাকে হাট করে খোলা পেচ্ছাবের অঙ্গ
সবকিছু বাজারি বেশ্যার দরবারে খোলা পীঠস্থান।
সেখানে হাইজিন
দাগ থেকে যায় ,দাগ পরে যায়।
মায়ের প্রোস্টেট গ্ল্যান্ডে অসুখ ছিল
দাদা কোনো ছোটবেলায় কোনো মাগীর চক্করে গেলো।
তারপর আমি
খোলা নর্দমায় নোংরা খিদে।

নেমে আসছে একের পর এক ছুরি
সব নোংরা শব্দগুলো কানের কাছে মশার মতো উড়ছে।
তলপেটে  বাড়তে থাকা যোগাযোগ
বাচ্চা শরীর কি শুধু বেশ্যাদের থাকে আর ভদ্র মহলে।
ওটা নিয়মিত সামাজিক
আর আমি অসামাজিক কোনো খোলা পেচ্ছাবের অঙ্গ। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...