Sunday, September 4, 2016

মেমসাহেব


মেমসাহেব
......... ঋষি
=======================================
নতুন করে তোমাকে আদর করবো
বইয়ের পাতাগুলো যত্ন করে প্রেম ছুঁয়ে গেছে।
মেমসাহেব
নিমেষে চোখে ভাষায় ভেসে  গেছে গভীর ক্ষত।
সেখানে এখন পরবাস
আর সুন্দর কিছু স্মৃতি লেপ্টানো আদরের ফ্রেম।
.
এক নিঃশ্বাসে কনফেস  করি দোলা বৌদি
তুমিও ও নারী।
তোমার গভীর হৃদয়ের কোথাও লেপ্টে যাচ্ছে না কোনো আকুলতা
আমার মেমসাহেব।
অনেকগুলো সরোবরকে একসাথে গেঁথে
টুকরো একটা মেঘমালা।
বৃষ্টি হয় এখনো দিল্লীর  সেই শহরের রাস্তায়
পিছিয়ে যাওয়া ভারতবর্ষের কোনো সদ্য ফোটা প্রেম।
হঠাৎ নুইয়ে পরে গাছ
সবশেষ।
.
নতুন করে তোমাকে আদর করবো
বইয়ের শেষ পাতাটা যত্নে ভিজিয়ে দি চোখের নুন।
মেমসাহেব
না এই বইটা আমি পড়তে চাই নি কখনো।
কিংবা এর  লেখকে কে  কখনো আমি ভাবতে চাই নি
কারণ ভালোবাসা আকণ্ঠ তৃষ্ণা তাই বলে মৃত্যু ?
.
( নিমাই ভট্টাচার্যের " মেমসাহেব অবলম্বনে )
.. ঋষি

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...