Saturday, September 3, 2016

আরোগ্যের পথে

আরোগ্যের পথে
................ ঋষি
==============================================

আরোগ্যের পথে
ক্রমশ টেবিল ঘেঁষে পরে থাকা বাস টার্মিনাস।
আজ কোনো ধর্মঘট হবে ,পুরো শুনশান
চেয়ার ,টেবিল সব যে যেখানে থাকার সকলেই আছে।
শুধু মাত্র আমি আরোগ্যের পথে
খালি শিশি। কৌটো। জলের গ্লাস। ওষুষের ফ্ল্যাপ।

স্বতস্ফূর্ত  আরোগ্য ,,অবর্ণনীয় ঝোড়ো হাওয়া
পালক নামতে নামতে ,ভাসতে ভাসতে কখন যেন মাটিতে মিশে যায়।
তারপর ঝড়ের সাথে ভাসতে ভাসতে
খড়কুঁটো সম্বল সকালের শিশির পায়ে লেগে থাকে
কেমন একটা পরিতৃপ্তি
ভালোবাসা আরো বেশি যন্ত্রনা চায়।
সুনসান সড়কের ওপারে দু একটা প্রয়োজন  নিত্যকার
হোক না ধর্মগত ,তবু বাঁচা যে  নিত্য
অনিত্য তোমাকে শুধু ভালোবেসে ডাকা
আমার আরোগ্য

আরোগ্যের পথে
ক্রমশ টেবিল ঘেঁষে  শিহরণ বেঁচে ওঠা।
আজ কোনো ধর্মঘট হবে দোকান ,বাজার আর নিয়মিত যাপন
তবু তো সে সবকিছু সেই আগের মতোই আছে।
শুধু মাত্র আমি আরোগ্যের পথে
নিয়মিত ঝোড়ো বাতাস আর ভিজে ফেরা মুসাফির। 

No comments:

Post a Comment

তুমি শব্দটা

কিছু মুহুর্তের প্রহসন বার্তায় স্বভাববিরুদ্ধ নীরবতা আখরোট ঠোঁটে গুছিয়ে রাখা ক্ষতের কবিতারা ইদানীং লিপস্টিকে গুছিয়ে হাসছে, আমার স্বভাববিরুদ্ধ ...